দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 11/12/2021

 


  


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 11/12/2021

******************


✒ 1. বাহারিনে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে ভারত মোট 41 টি মেডেল  ( সোনা – 12 টি, সিলভার – 15 টি এবং ব্রোঞ্জ – 14 টি )জিতলো 

✒ 2. ভারতী এয়ারটেল এবং ইনভেস্ট ইন্ডিয়া মিলিত ভাবে ‘এয়ারটেল ইন্ডিয়া স্টার্টআপ ইনোভেশন চ্যালেঞ্জ’ লঞ্চ করলো 

✒ 3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘Summit for Democracy’ তে অংশগ্রহণ করলেন, মিটিংটি হোস্ট করলেন US রাষ্ট্রপতি জো বিডেন 

✒ 4. উত্তরাখন্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ‘Milk Price Incentive Scheme’ লঞ্চ করলেন 

✒ 5. সম্প্রতি উত্তর প্রদেশের হরিদেরপুর জলাভূমি রামসার সাইটের তকমা পেলো 

✒ 6. Fortune এর প্রকাশিত ভারতের সবথেকে ক্ষমতাশালী মহিলাদের তালিকা 2021 এ প্রথম স্থান পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 

✒ 7. ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2022 এর নবম সংস্করণ অনুযায়ী প্রথম স্থান পেলো মহারাষ্ট্র , এই রিপোর্টের থিম - Rebuilding and Reengineering the Future of Work

✒ 8. ব্যাঙ্ক-ইন্সুরেন্সের জন্য ফেডারেল ব্যাঙ্ক এবং Star Health and Allied Insurance সংস্থা জোটবদ্ধ হলো 

✒ 9. রয়াল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্ট এর পক্ষ থেকে 2022 রয়াল গোল্ড মেডেল পেতে চলেছেন বালকৃষ্ণ দোশী

✒ 10. প্রতিবছর 11 ই ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস পালন করা হয়