দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 04/12/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 04/12/2021
******************
➤ 1. আসামের সর্বোচ্চ রাজ্য সম্মান ‘Asom Bhaibav’ অ্যাওয়ার্ড পেতে চলেছেন রতন টাটা
➤ 2. ওয়ার্ল্ড কোঅপারেটিভ মনিটর রিপোর্ট 2021 অনুযায়ী প্রথম স্থান অধিকার করলো ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড (IFFCO)
➤ 3. প্রতিবছর 4 ই ডিসেম্বর ভারতীয় নৌ-সেনা দিবস পালন করা হয়, এবছরের থিম – Swarnim Vijay Varsh
➤ 4. 2024 সালের মধ্যে ভারতে নয়টি নিউক্লিয়ার রিয়াক্টর গড়ে উঠতে চলেছে
➤ 5. OECD সংস্থা 2022 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি 9.4% নির্ধারণ করলো
➤ 6. ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির (NARCL) চেয়ারম্যান পদে প্রদীপ শাহ কে নিযুক্ত করা হলো
➤ 7. ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে চলেছে বঙ্গপ্রসাগরে উত্পন্ন হওয়া ঘুর্নিঝড় ‘জাওয়াত’, এটির নাম দিয়েছে সৌদি আরব যার অর্থ দয়ালু
➤ 8. ভারত এবং বাংলাদেশ আগামী 6 ই ডিসেম্বর মৈত্রী দিবস ( Friendship Day) পালন করতে চলেছে
➤ 9. বাংলাদেশের প্রখ্যাত পন্ডিত প্রফেসর রফিকুল ইসলাম সম্প্রতি প্রয়াত হলেন
➤ 10. ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) এবং ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন যৌথ ভাবে ‘Cyber Drill 2021’ সম্পন্ন করলো