দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 01/12/2021

  



দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 01/12/2021

******************


❐ 1. রাজ্যের পর্যটন শিল্প কে প্রমোট করার জন্য কেরালা সরকার ‘STREET (Sustainable, Tangible, Responsible, Experiential, Ethnic, Tourism hubs)’ নামক প্রজেক্ট লঞ্চ করলো 

❐ 2. অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া (EWS) ক্যাটাগরির মানদন্ড পর্যালোচনা করতে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট মন্ত্রক তিন সদস্যের এক কমিটি গঠন করলো যার প্রধান হলেন অজয় ভুষন পান্ডে 

❐ 3. বিশ্বের নবীনতম প্রজাতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো বার্বাডোজ 

❐ 4. প্রতিবছর 1 লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়, এ বছরের থিম – End inequalities. End AIDS and End Pandemics

❐ 5. রাজ্যের বাসিন্দাদের দ্রুত পরিষেবা দিতে নাগাল্যান্ড পুলিশ সম্প্রতি ‘Call your Cop’ নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলো 

❐ 6. দেশের প্রথম শহর হিসেবে উত্তর প্রদেশের বারানসী তে রোপওয়ে সার্ভিস চালু হলো, 3.45 কিমি দূরত্ব পর্যন্ত এটি অতিক্রম করছে 

❐ 7. সম্প্রতি ইন্ডিয়ান ইয়ং ওয়াটার প্রফেশনালস প্রোগ্রামের প্রথম সংস্করণ ভার্চুয়ালি লঞ্চ করা হলো 

❐ 8. আজাদী কা অমৃত মহৎসবের একটি অংশ হিসেবে দেশের যুবদের নিজেদের কথা রেডিওর মাধ্যমে পৌঁছে দিতে অল ইন্ডিয়া রেডিও ‘AIRNxt’ প্রোগ্রাম লঞ্চ করলো 

❐ 9. ন্যাশনাল ডিফেন্স কলেজের কম্যান্ডান্ট হিসেবে লিউটেন্যান্ট জেনারেল মনোজ কুমার ম্যাগো কে নিযুক্ত করা হলো 

❐ 10. আয়াজ মেমন নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ‘Indian Innings: The Journey of Indian Cricket from 1947’