পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 248

 

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 248

 

************************



1. তেজস্ক্রিয় ডেটিং কৌশলে কোন পদার্থের বয়স অনুমান করা যায় ? Ans : জীবাশ্ম 

2. পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কোন রোগ হয় ? Ans : ফ্লুরোসিস

3. টিভি রিমোট কন্ট্রোলে কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় ? Ans : ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি 

4. কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প কোন বছর স্থাপিত হয় ? Ans : 1818 

5. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলা হয় ? Ans : থানজাভুর

6. মোট জনসংখ্যার নিরিখে 2011 সেনসাস অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান ? Ans : চতুর্থ

7. চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে ? Ans : সিকিম-ভুটান 

8. তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত ? Ans : ময়ূরাক্ষী

9. পুনে শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? Ans : মুলা-মুথা

10. কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? Ans : জম্মু-কাশ্মীর 

11. আকবর ইবাদাতখানা কত সালে প্রতিষ্ঠা করেন ? - 1575 

12. তরাইনের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয় ? - 1191

13. ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে ? - 1946 

14. কোন শিক্ষা প্ৰতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ? - উডস ডেস্প্যাচ 

15. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ এর সময় গভর্নর জেনারেল ছিলেন ? - লর্ড বেন্টিঙ্ক 

16. ইলবার্ট বিলের সাথে কোন ভাইসরয়ের নাম জড়িয়েছিল ? - লর্ড রিপন 

17. কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন ? - ধন্দ কেশব কার্ভে

18. 'পূর্ণ স্বরাজ' ঘোষিত হয় কোন অধিবেশনে ? - লাহোর কংগ্রেস

19. ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলে ? - এ ও হিউম

20. কে অ্যাঙলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ? - লালা হংসরাজ