পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 247

 






 

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 247 

 

************************




❖ 1. হর্ষঙ্ক রাজবংশের রাজধানী কোথায় ছিল ? 
Ans : রাজগীর, পাটলিপুত্র

❖ 2. নন্দ রাজবংশের রাজধানী কোথায় ছিল ? 
Ans : মগধ 

❖ 3. মৌর্য রাজবংশের রাজধানী কোথায় ছিল ? 
Ans : মগধ 

❖ 4. শুঙ্গ রাজবংশের রাজধানী কোথায় ছিল ? 
Ans : পাটলিপুত্র

❖ 5. কুষান রাজবংশের রাজধানী কোথায় ছিল ? 
Ans : পুরুষপুর 

❖ 6. সাতবাহন রাজবংশের রাজধানী কোথায় ছিল ? 
Ans : পৈঠান

❖ 7. শক রাজবংশের রাজধানী কোথায় ছিল ? 
Ans : তক্ষশীলা

❖ 8. গুপ্ত রাজবংশের রাজধানী কোথায় ছিল ? 
Ans : পাটলিপুত্র

❖ 9. পল্লব রাজবংশের রাজধানী কোথায় ছিল ? 
Ans : কাঞ্চি

❖ 10. চোল রাজবংশের রাজধানী কোথায় ছিল ? 
Ans : তাঞ্জর

■ 11. বায়োলজি শব্দের প্রবর্তন কে করেন ? 
Ans : ল্যামার্ক 

■ 12. জলে দ্রবণীয় ভিটামিন কি কি ? 
Ans : B, C এবং P

■ 13. আলোক বৃদ্ধি পেলে বাষ্পমোচনের কি পরিবর্তন হয় ? 
Ans : বৃদ্ধি পায় 

■ 14. পেশীতন্তুর আবরণ কে কি বলা হয় ? 
Ans : সারকোলেমা

■ 15. অস্থি কি ধরনের কলা ? 
Ans : যোজক কলা 

■ 16. প্লাস্টিড আছে এমন একটি প্রাণী হলো ? 
Ans : ইউগ্লিনা

■ 17. অবাত শ্বসনকারী একটি ছত্রাক হলো ? 
Ans : ইস্ট 

■ 18. সবাত শ্বসনে 1 গ্রাম অনু গ্লুকোজ জারিত হয়ে কত তাপশক্তি উৎপন্ন হয় ? 
Ans : 686 kcal

■ 19. হিমোসায়ানিন একপ্রকার প্রোটিন যেটি ? 
Ans : তাম্রগঠিত 

■ 20. প্রোটোপ্লাজম শব্দটি প্রথম কে ব্যবহার করেন ? 
Ans : পারকিনজি