পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 246

 





 

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 246 

 

************************



✪ 1. 'জাতীয় কংগ্রেস হলো তিনদিনের তামাশা' উক্তিটি কার ? 
Ans : অশ্বিনী কুমার দত্ত 

✪ 2. 'কলিঙ্গ লিপি' কে খোদাই করেছিলেন ? 
Ans : সম্রাট অশোক

✪ 3. মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন ? 
Ans : জা ফ্রাঁসোয়া জারিজ

✪ 4. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে বোম্বাই শহর অধিগ্রহণ করে ? 
Ans : দ্বিতীয় চার্লস 

✪ 5. আসফ খানের কন্যা অঞ্জুমান বানু বেগম ভারতের ইতিহাসে কি নামে বিখ্যাত ? 
Ans : মমতাজ 

✪ 6. ভারতীয় রাষ্ট্রসংঘের কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান কে ? 
Ans : রাষ্ট্রপতি

✪ 7. বেঙ্গল ন্যাশনাল কলেজ এন্ড স্কুলের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ? 
Ans : অরবিন্দ ঘোষ 

✪ 8. মহাত্মা গান্ধী কত সালে পুরোপুরিভাবে দক্ষিণ আফ্রিকা ছেড়ে ভারতে প্রত্যাবর্তন করেন ? 
Ans : 1915 সালে 

✪ 9. বিখ্যাত 'নিশিতবাগ' কে তৈরি করেছিলেন ? 
Ans : জাহাঙ্গীর 

✪ 10. স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি ছিল ? 
Ans : বল্লভভাই প্যাটেল

❐ 11. 'আল আহরম' সংবাদপত্র কোন দেশ থেকে প্রকাশিত হয় ? 
Ans : মিশর 

❐ 12. 'মারডেকা' সংবাদপত্র কোন দেশ থেকে প্রকাশিত হয় ? 
Ans : ইন্দোনেশিয়া

❐ 13. 'দেল সেরা' সংবাদপত্র কোন দেশ থেকে প্রকাশিত হয় ? 
Ans : ইতালি 

❐ 14. 'মার্কা' সংবাদপত্র কোন দেশ থেকে প্রকাশিত হয় ? 
Ans : স্পেন 

❐ 15. 'আভেনির' সংবাদপত্র কোন দেশ থেকে প্রকাশিত হয় ? 
Ans : ভ্যাটিকান 

❐ 16. 'আল আখবর' সংবাদপত্র কোন দেশ থেকে প্রকাশিত হয় ? 
Ans : লেবানন 

❐ 17. 'প্রাভদা' সংবাদপত্র কোন দেশ থেকে প্রকাশিত হয় ? 
Ans : রাশিয়া 

❐ 18. 'ডেইলি মিরর' সংবাদপত্র কোন দেশ থেকে প্রকাশিত হয় ? 
Ans : গ্রেট ব্রিটেন

❐ 19. 'ডেইলি নিউজ' সংবাদপত্র কোন দেশ থেকে প্রকাশিত হয় ? 
Ans : আমেরিকা যুক্তরাষ্ট্র

❐ 20. 'লে মন্ডে' সংবাদপত্র কোন দেশ থেকে প্রকাশিত হয় ? 
Ans : ফ্রান্স