পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 245

 




 

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 245 

 

************************



✜ 1. অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত হয় ? 
Ans : পুরু গ্যাস কার্বনের আস্তরণ

✜ 2. একটি তরল মৌলিক পদার্থ যা তড়িৎ পরিবহন করে না ? 
Ans : ব্রোমিন 

✜ 3. রবারকে শক্ত করতে কি ব্যবহৃত হয় ? 
Ans : কার্বন ব্ল্যাক 

✜ 4. ওরলনের মনোমার কি ? 
Ans : ভিনাইল সায়ানাইড 

✜ 5. তড়িৎ-অবিশ্লেষ্য কিন্তু জলে দ্রাব্য এমন একটি তরল যৌগ হলো ? 
Ans : ইথাইল অ্যালকোহল

✜ 6. একটি সুপরিবাহী আধাতব দণ্ডের নাম কি ? 
Ans : গ্রাফাইট 

✜ 7. টায়ার তৈরিতে কি ব্যবহৃত হয় ? 
Ans : নাইলন - 6 

✜ 8. ফায়ারি আইস কাকে বলা হয় ? 
Ans : মিথেন হাইড্রেট 

✜ 9. একটি জৈব পদার্থ যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে তা হল ? 
Ans : অ্যাসেটিকে অ্যাসিড 

✜ 10. কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয় ? 
Ans : পটাশিয়াম অরোসায়ানাইড

➥ 11. কোন যুগকে বলা হয় 'ঘোড়ার যুগ' ? 
Ans : প্লায়োসিন যুগ 

➥ 12. কোন যুগকে বলা হয় 'বনমানুষের যুগ' ? 
Ans : মিয়োসিন যুগ 

➥ 13. কোন যুগকে বলা হয় 'ঘোড়ার পূর্ব-পুরুষের যুগ' ? 
Ans : অলিগোসিন যুগ 

➥ 14. কোন যুগকে বলা হয় 'ঘাসের যুগ' ? 
Ans : ইয়োসিন যুগ 

➥ 15. কোন যুগকে বলা হয় 'ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীদের যুগ' ? 
Ans : প্যালিওসিন যুগ

➥ 16. কোন যুগকে বলা হয় 'সপুস্পক উদ্ভিদের যুগ' ? 
Ans : ক্রিটেসিয়াস যুগ 

➥ 17. কোন যুগকে বলা হয় 'বীজযুক্ত উদ্ভিদের যুগ' ? 
Ans : পারমিয়ান পিরিয়ড 

➥ 18. কোন যুগকে বলা হয় 'ডাইনোসরের যুগ' ? 
Ans : মেসোজোয়িক যুগ 

➥ 19. কোন যুগকে বলা হয় 'সরীসৃপের যুগ' ? 
Ans : কার্বনিফেরাস যুগ 

➥ 20. কোন যুগকে বলা হয় 'প্রবালের যুগ' ? 
Ans : ডোভোনিয়ান পিরিয়ড