পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 244

 



 

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 244  

 

************************



❏ 1. 'জম্মু-কাশ্মীর' রাজ্যের ট্যাগলাইন কি ? 
Ans : Chalo Kashmir

❏ 2. 'ঝাড়খন্ড' রাজ্যের ট্যাগলাইন কি ? 
Ans : A new experience 

❏ 3. 'মধ্যপ্রদেশ' রাজ্যের ট্যাগলাইন কি ? 
Ans : The heart of incredible India
 
❏ 4. 'মহারাষ্ট্র' রাজ্যের ট্যাগলাইন কি ? 
Ans : Unlimited

❏ 5. 'মনিপুর' রাজ্যের ট্যাগলাইন কি ? 
Ans : Jewel of India

❏ 6. 'মেঘালয়' রাজ্যের ট্যাগলাইন কি ? 
Ans : Half way to heaven

❏ 7. 'নাগাল্যান্ড' রাজ্যের ট্যাগলাইন কি ? 
Ans : Land of festivals 

❏ 8. 'ওড়িশা' রাজ্যের ট্যাগলাইন কি ? 
Ans : The soul of India

❏ 9. 'কর্ণাটক' রাজ্যের ট্যাগলাইন কি ? 
Ans : One state, many worlds

❏ 10. 'পশ্চিমবঙ্গ' রাজ্যের ট্যাগলাইন কি ? 
Ans : Beautiful Bengal

➢ 11. ভারতের প্রথম কৃত্তিম বুদ্ধিমত্তা কেন্দ্র কোথায় গড়ে উঠেছে ? 
Ans : মুম্বাই 

➢ 12. ভারতের প্রথম উইমেন এন্টারপ্রেনারশিপ হাব চালু হয়েছে কোথায় ? 
Ans : তেলেঙ্গানায়

➢ 13. প্রতিবন্ধীদের জন্য ভারতের প্রথম জাতীয় উদ্যান কোথায় চালু হয়েছে ? 
Ans : হায়দরাবাদ 

➢ 14. ভারতের প্রথম কোন শহর নিজস্ব লোগো পেয়েছে ? 
Ans : বেঙ্গালুরু 

➢ 15. ভারতের প্রথম চলমান খাদ্য পরীক্ষা ল্যাবরেটরি চালু হয়েছে কোথায় ? 
Ans : গোয়াতে

➢ 16. ভারতের প্রথম কোন রাজ্যে সোশ্যাল অডিট ল চালু হয়েছে ? 
Ans : মেঘালয়

➢ 17. দেশের প্রথম রুরাল LED স্ট্রিট লাইট প্রজেক্ট চালু হয়েছে কোন রাজ্যে ? 
Ans : অন্ধ্রপ্রদেশে 

➢ 18. ভারতের প্রথম কীট পতঙ্গ মিউজিয়াম কোথায় চালু হয়েছে ? 
Ans : তামিলনাড়ু 

➢ 19. ভারতের প্রথম অতিউন্নত ফরেনসিক ল্যাব কোথায় চালু হয়েছে ? 
Ans : চন্ডীগড়

➢ 20. ভারতের প্রথম রোবোটিক ডাইনোসর গ্যালারি কোথায় চালু হয়েছে ? 
Ans : কাপুরথালায়