পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 243

 


 

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 243 

 

************************




➪ 1. ম্যাগনেলিয়াম সংকর ধাতুর প্রধান উপাদান কি ? 

Ans : এলুমিনিয়াম (85-99%)

➪ 2. ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান কি ? 
Ans : এলুমিনিয়াম (95%)

➪ 3. পিতল সংকর ধাতুর প্রধান উপাদান কি ? 
Ans : তামা (60-80%)

➪ 4. ব্রোঞ্জ সংকর ধাতুর প্রধান উপাদান কি ? 
Ans : তামা (75-90%)

➪ 5. গান মেটাল সংকর ধাতুর প্রধান উপাদান কি ? 
Ans : তামা (87%)

➪ 6. কয়েনেজ সংকর ধাতুর প্রধান উপাদান কি ? 
Ans : তামা (75%)

➪ 7. টাইপ মেটাল সংকর ধাতুর প্রধান উপাদান কি ? 
Ans : সীসা (82%)

➪ 8. সোল্ডার সংকর ধাতুর প্রধান উপাদান কি ? 
Ans : সীসা (50%)

➪ 9. স্টেইনলেস স্টিল সংকর ধাতুর প্রধান উপাদান কি ? 
Ans : লোহা (73%)

➪ 10. ইনভার সংকর ধাতুর প্রধান উপাদান কি ? 
Ans : লোহা (63%)

✪ 11. 'চতুরঙ্গ' উপন্যাসের অন্যতম চরিত্র কারা ? 
Ans : শচীশ, দামিনী, শ্রীবিলাস 

✪ 12. 'ঘরে বাইরে' উপন্যাসের অন্যতম চরিত্র কারা ? 
Ans : বিমলা, নিখিলেশ, সন্দীপ

✪ 13. 'নৌকাডুবি' উপন্যাসের অন্যতম চরিত্র কারা ? 
Ans : রমেশ, কমলা, হেমনলিনী

✪ 14. 'আনন্দমঠ' উপন্যাসের অন্যতম চরিত্র কারা ? 
Ans : মহেন্দ্র, কল্যাণী

✪ 15. 'কপালকুন্ডলা' উপন্যাসের অন্যতম চরিত্র কারা ? 
Ans : নবকুমার, মৃন্ময়ী, পদ্মাবতী

✪ 16. 'শ্রীকান্ত' উপন্যাসের অন্যতম চরিত্র কারা ? 
Ans : ইন্দ্রনাথ, রাজলক্ষী, অন্নদাদিদি 

✪ 17. 'গৃহদাহ' উপন্যাসের অন্যতম চরিত্র কারা ? 
Ans : মহিম, অচলা, সুরেশ 

✪ 18. 'আদর্শ হিন্দু হোটেল' উপন্যাসের অন্যতম চরিত্র কারা ? 
Ans : হাজারিঠাকুর, পদ্ম, কুসুম 

✪ 19. 'হাঁসুলিবাঁকের উপকথা' উপন্যাসের অন্যতম চরিত্র কারা ? 
Ans : বনমালী, করালী, সুবাসী, পাখি 

✪ 20. 'জাগরী' উপন্যাসের অন্যতম চরিত্র কারা ? 
Ans : বিলু, নীলু