WBP Constable/WBP SI Math Practice Set - 01 | পুলিশ পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব - ০১

 

WBP Constable/WBP SI Math Practice Set - 01 | পুলিশ পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব - ০১



1.প্রশ্ন :  13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে 13 এবং 273 হলে, সংখ্যা দুটির যোগফল হবে - 
(a) 288 
(b) 290 
(c) 130 
(d) 286


-----------------------------------------------------------------------
2.প্রশ্ন :  একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদুরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে । নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত ? 
(a) 3:2 
(b) 5:3 
(c) 8:3 
(d) 3:1

-----------------------------------------------------------------------
3.প্রশ্ন :  দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13 | সংখ্যা দুটির গুনফল কত ? 
(a) 114 
(b) 325 
(c) 315 
(d) 104

-----------------------------------------------------------------------
4.প্রশ্ন :  তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4 : 7 : 9 । 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56 । তাদের বর্তমান বয়স কত ? 
(a) 16, 28, 36 
(b) 8, 14, 18 
(c) 20, 35, 45 
(d) 8, 20, 28

-----------------------------------------------------------------------
5. প্রশ্ন :  কোনো বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 3 : 2 । যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয় তবে কত শতাংশ ছাত্র ছাত্রী স্কলারশিপ পায় নি ? 
(a) 72% 
(b) 76% 
(c) 75% 
(d) 50%

-----------------------------------------------------------------------
6.প্রশ্ন :  কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমান 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির পরিমান কত ? 
(a) 42% 
(b) 44% 
(c) 46% 
(d) 40%

-----------------------------------------------------------------------
7. প্রশ্ন :  700 টাকা রাম,শ্যাম ও যদুর মধ্যে এমন ভাগাভাগি করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত ? 
(a) 300 টাকা 
(b) 500 টাকা 
(c) 400 টাকা 
(d) 200 টাকা

-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2 । 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে ? 
(a) 6.5 
(b) 7 
(c) 6.75 
(d) 6.25 

 
  ----------------------------------------------------------------------
9.প্রশ্ন :  একটি সেলাই মেশিনের ক্রয়মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন । মেশিনটির বিক্রয়মূল্য কত ? 
(a) 680 
(b) 720 
(c) 612 
(d) 600

---------------------------------------------------------------------
10.প্রশ্ন :  একটি কাজ A, 10 দিনে, B 12 দিনে এবং C 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে A ও কাজ সম্পন্ন হওয়ায় 4 দিন আগে C চলে যায়। কাজটি শেষ করতে কতদিন লেগেছিল ? 
(a) 67/9 
(b) 66/8 
(c) 65/7 
(d) 64/9

--------------------------------------------------------------------