দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 25/07/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 25/07/2021
******************
➢ 1. টোকিও অলিম্পিক গেমসে ভারতীয় দলের অফিসিয়াল পার্টনার হলো আদানি গ্রুপ
➢ 2. AIFF এর পক্ষ থেকে Ngangom Bala Devi কে 'Women's Footballer of the Year' 2020-21 সম্মান জানানো হলো
➢ 3. ড্রোনস এর সাইবার সিকিউরিটি সলিউশনের জন্য টেকনোলজি ইনোভেশন হাব লঞ্চ করলো আইআইটি-কানপুর
➢ 4. কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ লাদাখ রাজ্যের জন্য ইন্টিগ্রেটেড মাল্টি-পারপাস ইনফ্রা ডেভেলপমেন্ট করপোরেশন তৈরির সম্মতি দিলো
➢ 5. ডিজিটাল ব্রকার Upstox Thippesha Dyamappa কে চিফ টেকনোলজি অফিসার পদে নিয়োগ করলো
➢ 6. চিফ হাইড্রোগ্রাফার Vice Admiral Vinay Badhwar কে Alexander Dalrymple আওয়ার্ড কে সম্মানিত করা হলো
➢ 7. স্টার্ট আপ ফাইন্যান্সিং এর জন্য আইআইটি গুয়াহাটির টেকনোলজি ইনকিউবেশন সেন্টারের সাথে ইন্ডিয়ান ব্যাংক চুক্তিবদ্ধ হলো
➢ 8. প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাকেশ ওমপ্রকাশ মেহরা তার আত্মজীবনী প্রকাশ করতে চলেছেন যার শিরোনাম - 'The Stranger in The Mirror'
➢ 9. সম্প্রতি মহিলা কুস্তিগীর প্রিয়া মালিক ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপ 2021 এ সোনা জিতলেন
➢ 10. ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি এর ডিরেক্টর জেনারেল পদে আইপিএস নাসির কমল কে নিযুক্ত করা হলো