দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 22/07/2021

 

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 22/07/2021

******************


❐ 1. সম্প্রতি প্রখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব Urmil Kumar Thapliyal প্রয়াত হলেন

❐ 2. ভারতীয় নৌসেনার সাথে যুক্ত কর্মীদের স্যালারি একাউন্টের জন্য ভারতীয় নেভি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হলো

❐ 3. 2032 সালের অলিম্পিক এবং প্যারা অলিম্পিক অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে

❐ 4. পেরুর নব-নির্বাচিত রাষ্ট্রপতি পদের দায়িত্ব নিতে চলেছেন Pedro Castillo

❐ 5. ভারতের ডিফেন্স রিসার্চ সংস্থা (DRDO) সম্প্রতি ম্যান পোর্টেবল অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল (MPATGM) এর তৃতীয় জেনারেশনের সফল পরীক্ষণ করলো, এছাড়া আকাশ মিসাইলের নতুন জেনারেশনের সফল পরীক্ষণ করা হলো

❐ 6. কেরালার প্রথম 'Book Village' সম্মান পেলো কেরলের কোল্লাম জেলায় অবস্থিত গ্রাম Perumkulam

❐ 7. সম্প্রতি বিশ্বের অন্যতম ধনীব্যক্তি আমাজনের প্রাক্তন CEO জেফ বেজস New Shepard রকেট শিপ এ মহাকাশে যাত্রা করলেন

❐ 8. উত্তরাখণ্ডের 6 টি নদীর সংস্করণ প্রজেক্টের জন্য সম্মতি দিলো ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG)

❐ 9. দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে পাঞ্জাব 'SOHUM - Automated Auditory Brainstem Response System (AABR)' লঞ্চ করতে চলেছে 

❐ 10. ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু নতুন একটি প্রকাশ করলেন যার শিরোনাম - 'Palleku Pattabhishekam', বইটি লিখেছেন Shri Yalamanchili Sivaji