পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 186

 

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 186

 

************************



121. মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?

- অশােক |

122. দ্বিতীয় অশােক বলে কাকে অভিহিত করা হয় ? 

- কনিষ্ক ।

123. কে সমুদ্র গুপ্তের সভাকবি ছিলেন ?

- হরিষেণ ।

124. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন ?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।

125. বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি কে ?

- শশাঙ্ক ।

126. কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন ?

- দিব্য ।

127. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?

- আলাউদ্দিন খলজী ।

128. কোন মােগল সম্রাট জিজিয়া কর ফের চালু করেন ? 

- ঔরঙ্গজেব ।

129. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ? 

- অপরাজিত বর্মন ।

130. কোণারকের বিখ্যাত সূর্যমন্দির কে নির্মান করেছিলেন ?

- প্রথম নরসিংহ বর্মন ।

131. কে ভারতের তােতাপাখি নামে পরিচিত ছিলেন ?

- আমীর খসরু ।

132. কে লাখবক্স নামে পরিচিত ?

- কুতুবউদ্দিন আইবক ।

133. খলজী বংশের প্রতিষ্ঠাতা কে ? 

- জালাল উদ্দিন খলজী ।

134. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল ? 

- ১৫৬৫ খ্রঃ ।

135. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?

- ১৫২৬ খ্রীঃ ।

136. কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন ?

- বাউনী ।

137. ঔরঙ্গজেবের মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে কে বসেন ?

- বাহাদুর শাহ ।

138. কোন সুলতান প্রথম দক্ষিণাত্য জয় করেন ?

- শ্রালাউদ্দিন খলজী ।

139. হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন ?

- পুষ্যভূতি বংশ ।

140. ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন ?

- অত্তি ।