পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 185

 

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 185

 

************************


1. কোন বিদেশী মুসলিম ভারতে ১৭ বার আক্রমণ অভিযান চালিয়েছিলেন ? 

- গজনীর মামুদ ।

2. দিল্লির সিংহাসনের শেষ আফগান সুলতান কে ? 

- ইব্রাহিম লােদি ।

3. হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন ?

- পুরু ।

4. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল ? 

- কৃষিকার্য ।

5. মহেঞ্জোদারাে কথাটির অর্থ কি ?

- মৃতের স্তুপ ।

6. কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল ?

- লােহা ।

7. সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল । তার নিদর্শন কোথায় পাওয়া গেছে ?

- মহেনজোদারাে ।

8. সিন্ধু সভ্যতায় কোন জন্তুর উল্লেখ পাওয়া যায় নি ?

- ঘােড়া ।

9. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি ?

- ঋগবেদ ।


 10. কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে ?

- ঋগবেদে ।

11. বেদের অপর নাম কী ?

- শ্রুতি ।

12. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

- ধর্মপাল ।

13. কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় ?

- শাহী বংশ ।

14. কোন ঐতিহাসিক কাকে ‘ দাক্ষিণাত্যের আকবর ’ আখ্যা দিয়ে ছিলেন ?

- ফিরােজ শাহ ।

15. শশাঙ্কের রাজধানীর নাম কী ?

- কর্ণসুবর্ণ ।

16. ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে ?

- বহলুল লােদী ।

17. বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

- পেশােয়া বাজীরাও এবং ওয়েলেসলী ।

18. চালুক্য রাজবংশের শ্রেষ্ট সম্রাট কাকে বলা হয় ? 

- দ্বিতীয় পুলকেশী ।

19. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি ? 

- ঋগবেদ ।

20. আইহােল প্রশস্তি কে রচনা করেন ?

- কবি রবিকীর্তি ।