পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 184
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 184
1. কোন সম্রাটকে ‘ জিন্দা পীর ’ আখ্যা দেওয়া হয়েছে ?
- ঔরঙ্গজেব ।
2. কার রাজত্বকালে ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়েছিল ?
- আকবর ।
3. মহারাজ রঞ্জিৎ সিংহের রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
- লাহাের ।
4. মােগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
- বাবর ।
5. মােগল রাজসভায় কি ভাষা ব্যবহার হত ?
- ফার্সি ।
6. দীন - ই - ইলাহি কে প্রবর্তন করেন ?
- আকবর ।
7. ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল ?
- গুরু তেগবাহাদুর ।
8. শিখ খালসার প্রতিষ্ঠাতা কে ?
- গুরু গােবিন্দ সিং ।
9. কোন শেষ মােগল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন ?
- মহম্মদ শাহ ।
10. কোন সম্রাট ‘ জিজিয়া ' করের অবলুপ্তি ঘটান ?
- আকবর ।
11. ভাস্কো - দা - গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন ?
- ১৪৯৮ সালে |
12. শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী ' চৈতন্য চরিতামৃত ' গ্রন্থের গ্রন্থকার কে ?
- কৃষ্ণদাস কবিরাজ ।
13. কবির কার শিষ্য ছিলেন ?
- রামানন্দ ।
14. কে বলেছিলেন রাম আর রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম ?
- কবীর ।
15. কাঞ্চি কোন রাজ্যের রাজধানী ছিল ?
- পল্লব ।
16. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
- হরিহর বুক্কা ।
17. তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?
- ১১৯১ খ্রীঃ ।
18. দাস বংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন ?
- ইলতুৎমিস ।
19. কোন রাজ বংশ হায়দ্রাবাদে চারমিনার নির্মাণ করেছিলেন ?
- কুতুবশাহী ।
20. কুতুব মিনার কে শুরু করেন ?
- কুতুবউদ্দীন আইবক ।