পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 183
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 183
1. সুলতানি আমলে ইকতা বলতে কি বােঝায় ?
- কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান ।
2. কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন ?
- ওয়ারেন হেস্টিংস ।
3. অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন ?
- শিশির কুমার ঘােষ ।
4. শিবাজীর রাজ্যভিষেক হয়েছিল ?
- ১৬৭৪ খ্রী ।
5. ক্লাইভের বাংলায় দেওয়ানী প্রাপ্তি ঘটেছিল ?
- ১৭৬৫ খ্রীঃ ।
6. কোলকাতার মেডিক্যাল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল ?
- ১৮৩৫ খ্রীঃ ।
7. হলদি ঘাটের যুদ্ধে মােগলদের প্রধান সেনাপতি কে ছিলেন ?
- মান সিংহ ।
8. বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কী ?
- গােপাল ।
9. শিখদের সর্বশেষ ধর্মগুরুর নাম কী ?
- গুরু গােবিন্দ সিংহ ।
10. চতুরাশ্রমের শেষ পর্যায়ের নাম কী ?
- সন্ন্যাস ।
11. আলাউদ্দিনের প্রধান সেনাপতির নাম কী ছিল ?
- মালিক কাফুর ।
12. কণিষ্কের রাজধানীর নাম কী ?
- পুরুষপুর ।
13. কে প্রথম ঘােড়ায় করে দ্রুত ডাক চলাচলের ব্যবস্থা করেন ?
- শেরশাহ ।
14. কোন ঐতিহাসিক ব্যক্তি মহীশুরের বাঘ নামে বিশেষ পরিচিত ছিলেন ?
- টিপু সুলতান ।
15. ভারতে শেষ মােগল সম্রাট কে ?
- দ্বিতীয় বাহাদুর শাহ ।
16. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
- হাসান গঙ্গু ।
17. দিল্লীর প্রাচীন নাম কি ?
- ইন্দ্রপ্রস্থ ।
18. কুরুক্ষেত্রের প্রাচীন নাম কি ছিল ?
- পানিপথ ।
19. কোন মােগল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন ?
- শাহজাহান ।
20. অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য কোন মােগল সম্রাট জমি বন্টন করেছিলেন ?
- আকবর ।