পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 182

  

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 182

 

************************



1. কোন শিল্পের নিদর্শনের জন্য তক্ষশিলা বিখ্যাত ?

- গান্ধার শিল্প ।

2. কুতুব মিনার নির্মাণ কে শেষ করেন ?

- ইলতুৎমিস ।

3. আঙ্কোরভাটের মন্দিরের মূর্তি কার বা কাদের ?

- হিন্দু দেবতা ।

4. বিখ্যাত নিশাত বাগ কে তৈরি করেছিলেন ?

- জাহাঙ্গীর ।

5. শেরশাহের সমাধি কোথায় ?

- সাসারাম ।

6. কোন মােগল সম্রাট তার রাজসভায় নাচ ও গান নিষিদ্ধ করেন ?

- ঔরঙ্গজেব ।

7. আঙ্কোরভাট মন্দির কোথায় অবস্থিত ?

- কম্বােডিয়া ।

8. সাঁচি স্থূপ কোন সময়ে নির্মিত হয়েছিল ?

- মৌর্য যুগ ।

9. বিবি - কা - মকবরা কার সমাধি সৌধ ?

- ঔরঙ্গজেবের পত্নী ।

10. আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ?

- সিকান্দার লোদি ৷

11. পঞ্চতন্ত্র কে লিখেছিলেন ?

- বিষ্ণুশর্মা ।

12. অষ্টাধ্যায়ী কার রচনা ?

- পানিনি ।

13. রত্নাবলী কার রচনা ?

- হর্ষবর্ধন ।

14. কে ভারতে শূন্য আবিষ্কার করেন ?

- আর্যভট্ট ।

15. কে যােগসূত্র লিখেছিলেন ?

- পতঞ্জলি ।

16. বাহমনী বংশ কে প্রতিষ্ঠা করেন ?

- আলাউদ্দীন বামনী শাহ ।

17. হরপ্পা সভ্যতার লােকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ?

- সুমের ।

18. সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয় ?

- বিদ্যাসাগর ।

19. টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ?

- শ্রীরঙ্গপত্তম ।

20. ভারতের অর্ধনগ্ন ফকির — ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন ?

- গান্ধীজী ।