পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 181
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 181
1.কাদম্বরী কাব্যের রচয়িতা কে ?
- বানভট্ট ।
2. আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন ?
- অ্যারিস্টোটল ।
3. মহাবীর ছিলেন ____________ ?
- ২৪ তম তীর্থঙ্কর ।
4. ' দি ইন্ডিকা ' কে লিখেছিলেন ?
- মেগাস্থিনিস ।
5. মেগাস্থিনিস কার রাজ হিসেবে ভারতে এসেছিলেন ?
- সেলুকাস ।
6. কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
- পেশােয়ার ।
7. বৃহৎ সংহিতা কার রচনা ?
- বরাহমিহির ।
8. গীত গােবিন্দ কে রচনা করেছিলেন ?
- জয়দেব ।
9. কোন রাজবংশ মহাবলিপুরম প্রতিষ্ঠা করেন ?
- পল্লব ।
10. শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল ?
- ৭৮ খ্রিঃ ।
11. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?
- গােপাল ।
12. পালযুগে রচিত “ রামচরিতমানস " - এর রচয়িতা কে ?
- সন্ধাকর নন্দী ।
13. দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতা কে ?
- বল্লাল সেন ।
14. সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় ?
- বল্লাল সেন ।
15. মালবিকাগ্নিমিত্রমের রচয়িতা কে ?
- কালিদাস ।
16. ছিয়াত্তরের মন্বন্তর কত খিষ্টাব্দে ঘটেছিল ?
- ১৭৭০ সালে ।
17. বক্সারের যুদ্ধ কত খিষ্টাব্দে ঘটেছিল ?
- ১৭৬৪ খ্রীঃ ।
18. কে শকারি উপাধি গ্রহণ করেছিলেন ?
- দ্বিতীয় চন্দ্র গুপ্ত ।
19. চিতােরে কীর্তি স্তম্ভ বা বিজয় স্তম্ভ কে নির্মাণ করেন ?
- রানা কুম্ভ ।
20. দিল্লীর লাল কেল্লা কে নির্মাণ করেন ?
- শাহজাহান ।