পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 180

   

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 180

 

************************


1. ঋগবেদে কতগুলি স্তোত্র আছে ?

- ১০২৮ টি ।

2. পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল ?

- মধ্য এশিয়া ।

3. কোন অঞ্চলে আর্যজাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে ?

- পাঞ্জাব ।

4. কোন বেদে যাগ - যজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে ?

- যজুবেদ ।

5. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন ?

- লুম্বিনী ।


 6. চন্দ্রগুপ্ত মৌর্য্য কোন ধর্ম গ্রহণ করেছিলেন ?

- জৈনধর্ম ।

7. ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ ?

- বৌদ্ধ ।

8. সম্রাট অশােক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন ?

- উপগুপ্ত ।

9. বুদ্ধদেব কোথায় নির্বাণলাভ করেন ?

- কুশীনগর ।

10. প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খােদিত করেন ?

- কণিষ্ক ।

11. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ?

- গ্রামণী ।

12. বুদ্ধচরিতের রচয়িতা কে ?

- অশ্বঘােষ ।

13. হর্ষবর্ধনের জীবনী হৰ্যরচিত কার লেখা ?

- বানভট্ট ।

14. কার রাজসভা নবরত্ন - এর জন্য বিখ্যাত ছিল ?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।

15. কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই - এর নাম কী ?

- রাজতরঙ্গিনী ।

16. কোন শাসক মহারাজধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন ?

- সমুদ্রগুপ্ত ।

17. কাকে ভারতের নেপােলিয়ান আখ্যা দেওয়া হয়েছে ?

- সমুদ্রগুপ্ত ।

18. ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় ?

- গুপ্ত যুগ ।

19. কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ?

- চন্দ্রগুপ্ত মৌর্য ।

20. সংস্কৃত নটক রত্নাবলী কে লিখেছিলেন ?

- হর্ষবর্ধন ।