পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 179

  

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 179

 

************************



📚 1. ICC কবে স্থাপিত হয় ? 
Ans : 1909 সালে

📚 2. BRICS সংগঠন কবে তৈরি হয় ? 
Ans : 2006 সালে 

📚 3. BIMSTEC সংগঠন কবে তৈরি হয় ? 
Ans : 1997 সালে 

📚 4. OPEC সংগঠন কবে তৈরি হয় ? 
Ans : 1960 সালে 

📚 5. APEC সংগঠন কবে তৈরি হয় ? 
Ans : 1989 সালে 

📚 6. ASEAN সংগঠন কবে তৈরি হয় ? 
Ans : 1967 সালে 

📚 7. NATO সংগঠন কবে স্থাপিত হয় ? 
Ans : 1949 সালে 

📚 8. G-20 সংগঠন কবে স্থাপিত হয় ? 
Ans : 1999 সালে 

📚 9. G-8 সংগঠন কবে স্থাপিত হয় ? 
Ans : 1975 সালে 

📚 10. WTO সংস্থা কবে স্থাপিত হয় ? 
Ans : 1995 সালে

⧉ 11. ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কত ? 
Ans : 24 টি

⧉ 12. কফি গাছের ক্রোমোজোম সংখ্যা কত ? 
Ans : 44 টি 

⧉ 13. আলুর ক্রোমোজোম সংখ্যা কত ? 
Ans : 48 টি 

⧉ 14. পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত ? 
Ans : 16 টি 

⧉ 15. চা এর ক্রোমোজোম সংখ্যা কত ? 
Ans : 30 টি 

⧉ 16. মটরের ক্রোমোজোম সংখ্যা কত ? 
Ans : 14 টি 

⧉ 17. টমেটোর ক্রোমোজোম সংখ্যা কত ? 
Ans : 24 টি 

⧉ 18. শসার ক্রোমোজোম সংখ্যা কত ? 
Ans : 14 টি 

⧉ 19. তরমুজের ক্রোমোজোম সংখ্যা কত ?  
Ans : 22 টি 

⧉ 20. গমের ক্রোমোজোম সংখ্যা কত ? 
Ans : 42 টি