পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 176

 

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 176

 

************************



🛡️ 1. রেশম মথের পরিণত লার্ভার মাথায় যে বুনন যন্ত্র থাকে তার নাম কি ? 
Ans : স্ফিনারেট

🛡️ 2. পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে কি বলে ? 
Ans : কাইম

🛡️ 3. পেশিতে কি থাকায় পেশীগুলি সংকুচিত হতে পারে ? 
Ans : মাইওফ্রাইবিল

🛡️ 4. আলোকের অভাবে উদ্ভিদের অঙ্গের বিকৃতিকে কি বলে ? 
Ans : ইটিওলেশান

🛡️ 5. জলাশয়ের আগাছা দূরীকরণের জন্য কোন কার্প ব্যবহৃত হয় ? 
Ans : গ্রাস কার্প 

🛡️ 6. শ্বসনের দ্বিতীয় পর্যায় ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত জৈব বস্তু কি ? 
Ans : সাইট্রিক অ্যাসিড 

🛡️ 7. জগদীশ চন্দ্র বসু আবিষ্কৃত উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম কি ? 
Ans : আর্ক ইন্ডিকেটর

🛡️ 8. বৃহত্তম ভাইরাস কোনটি ? 
Ans : পক্স ভাইরাস 

🛡️ 9. করোনা ভাইরাস বা SARS-CoV-2 এর প্রকৃতি কি রূপ ? 
Ans : সিঙ্গল স্ট্র্যান্ডেড RNA

🛡️ 10. সংক্রমণ যোগ্য ভাইরাস কনাকে কি বলে যেটি পোষক কোশের বাইরে জড়ের মতো অবস্থান করে ? 
Ans : ভিরিয়ন

♐ 11. অ্যাকোয়া (AQUA) তথ্য প্রযুক্তি প্রকল্প টি কোন রাজ্যের ? 
Ans : মহারাষ্ট্র 

♐ 12. অশ্বিনী (Ashwini) তথ্য প্রযুক্তি প্রকল্প টি কোন রাজ্যের ? 
Ans : অন্ধ্রপ্রদেশ

♐ 13. ক্যাশ (Cash) তথ্য প্রযুক্তি প্রকল্প টি কোন রাজ্যের ? 
Ans : হরিয়ানা 

♐ 14. চিক (CHIC) তথ্য প্রযুক্তি প্রকল্প টি কোন রাজ্যের ? 
Ans : উত্তরপ্রদেশ 

♐ 15. ডিজিটাল গ্যাঞ্জেটিক প্লেনস তথ্য প্রযুক্তি প্রকল্প টি কোন রাজ্যের ? 
Ans : উত্তরপ্রদেশ 

♐ 16. ডিজিটাল মান্ডি তথ্য প্রযুক্তি প্রকল্প টি কোন রাজ্যের ? 
Ans : উত্তরপ্রদেশ 

♐ 17. ই-সাগু (e-Sagu) তথ্য প্রযুক্তি প্রকল্প টি কোন রাজ্যের ? 
Ans : অন্ধ্রপ্রদেশ 

♐ 18. গ্রামপত্র তথ্য প্রযুক্তি প্রকল্প টি কোন রাজ্যের ? 
Ans : কর্ণাটক 

♐ 19. পলিসেন্সর তথ্য প্রযুক্তি প্রকল্প টি কোন রাজ্যের ? 
Ans : মহারাষ্ট্র

♐ 20. সহায়িকা, শ্রুতি, সংযোগ তথ্য প্রযুক্তি প্রকল্পগুলি কোন রাজ্যের ? 
Ans : পশ্চিমবঙ্গ