পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 175
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 175
🎯 1. সাইকন, বাথস্পঞ্জ কোন পর্বের অন্তর্ভুক্ত ?
Ans : পরিফেরা
🎯 2. হাইড্রা, জেলিফিশ কোন পর্বের অন্তর্ভুক্ত ?
Ans : নিডারিয়া
🎯 3. বেরো, হরমিফোরা কোন পর্বের অন্তর্ভুক্ত ?
Ans : টিনোফোরা
🎯 4. যকৃৎ কৃমি, ফিতা কৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত ?
Ans : প্লাটিহেলমিনথিস
🎯 5. গোলকৃমি, গোদকৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত ?
Ans : নিমাটোডা
🎯 6. কেঁচো, জোঁক কোন পর্বের অন্তর্ভুক্ত ?
Ans : অ্যানিলিডা
🎯 7. আরশোলা, মাছি কোন পর্বের অন্তর্ভুক্ত ?
Ans : আর্থ্রোপোডা
🎯 8. জল শামুক, স্থল শামুক কোন পর্বের অন্তর্ভুক্ত ?
Ans : মোলাস্কা
🎯 9. তারামাছ, সমুদ্রশশা কোন পর্বের অন্তর্ভুক্ত ?
Ans : একাইনোডার্মাটা
🎯 10. ব্যালানোগ্লসাস, স্যাক্কগ্লসাস কোন পর্বের অন্তর্ভুক্ত ?
Ans : হেমিকর্ডাটা
🚀 11. সংবিধানের কোন ধারায় মহারাষ্ট্র ও গুজরাটের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ?
Ans : ধারা - 371
🚀 12. সংবিধানের কোন ধারায় নাগাল্যান্ডকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ?
Ans : ধারা - 371 - A
🚀 13. সংবিধানের কোন ধারায় অসমকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ?
Ans : ধারা - 371 - B
🚀 14. সংবিধানের কোন ধারায় মনিপুর কে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ?
Ans : ধারা - 371 - C
🚀 15. সংবিধানের কোন ধারায় অন্ধ্রপ্রদেশ কে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ?
Ans : ধারা - 371 - D, E
🚀 216. সংবিধানের কোন ধারায় সিকিম কে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ?
Ans : ধারা - 371 - F
🚀 17. সংবিধানের কোন ধারায় মিজোরাম কে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ?
Ans : ধারা - 371 - G
🚀 18. অরুণাচল প্রদেশকে কোন ধারায় বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ?
Ans : ধারা - 371 - H
🚀 19. গোয়াকে কোন ধারায় বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ?
Ans : ধারা - 371 - I
🚀 20. হায়দ্রাবাদ এবং কর্ণাটক কে কোন ধারায় বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ?
Ans : ধারা - 371 - J