পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 174
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 174
✮ 1. MS Word এ নতুন ফাঁকা পেজ তৈরি করতে কোন শর্টকাট ব্যবহার করা হয় ?
Ans : Ctrl + N
✮ 2. MS Word এ কোনো ডকুমেন্টের প্রিন্ট প্রিভিউ দেখতে কোন শর্টকাট ?
Ans : Ctrl + F2
✮ 3. MS Word এ সদ্য মুছে ফেলা বা ডিলিট করা ফাইলে আবার আনতে হলে কোন শর্ট কাট ?
Ans : Ctrl + Z
✮ 4. MS Word এ স্পেলিং এবং গ্রামার চেক করার জন্য কোন শর্টকাট ?
Ans : F7
✮ 5. MS Word এ হাইপারলিংক কে আনতে হলে কোন শর্টকাট ?
Ans : Ctrl + K
✮ 6. MS Word এ কোনো লেখার ফন্ট স্টাইল চেঞ্জ করতে কোন শর্টকাট ?
Ans : Ctrl + Shift + S
✮ 7. MS Word এ কোনো লেখার ফন্ট সাইজ চেঞ্জ করতে কোন শর্টকাট ?
Ans : Ctrl + Shift + P
✮ 8. MS পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু করতে কোন শর্টকাট ?
Ans : F5
✮ 9. MS পাওয়ার পয়েন্টে স্লাইড শো চলাকালীন মাউস পয়েন্টার কে পেনে পরিণত করতে কোন শর্টকাট ?
Ans : Ctrl + P
✮ 10. MS পাওয়ার পয়েন্টে স্লাইড শো শেষ করতে গেলে কোন শর্টকাট ?
Ans : Esc
✥ 11. জিপসামের রাসায়নিক নাম কি ?
Ans : ক্যালসিয়াম সালফেট (CaSO4, 2H2O)
✥ 12. ফটকিরির রায়াসনিক নাম কি ?
Ans : পটাশিয়াম এলুমিনিয়াম সালফেট (K2SO4, Al2(SO4)3, 24H2O)
✥ 13. হিরাকস এর রাসায়নিক নাম কি ?
Ans : ফেরাস সালফেট (FeSO4, 7H2O)
✥ 14. হাইড্রোলিথের রাসায়নিক নাম কি ?
Ans : ক্যালসিয়াম হাইড্রাইড (CaH2)
✥ 15. চিলি সল্টপিটারের রাসায়নিক নাম কি ?
Ans : সোডিয়াম নাইট্রেট (NaNO3)
✥ 16. লুনার কস্টিকের রাসায়নিক নাম কি ?
Ans : সিলভার নাইট্রেট (AgNO3)
✥ 17. কার্বরান্ডাম এর রাসায়নিক নাম কি ?
Ans : সিলিকন কার্বাইড (SiC)
✥ 18. গ্যামাক্সিন এর রাসায়নিক নাম কি ?
Ans : বেঞ্জিন হেক্সা ক্লোরাইড (C6H6Cl6)
✥ 19. নাইটার কেকের রাসায়নিক নাম কি ?
Ans : সোডিয়াম হাইড্রোজেন সালফেট (NaHSO4)
✥ 20. স্পিরিটের রাসায়নিক নাম কি ?
Ans : ইথাইল অ্যালকোহল (C2H5-OH)