পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 173

 

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 173

 

************************



✈ 1. প্রথম সি কে নাইডু পুরস্কার কে জেতেন ? 
Ans : লাল অমরনাথ 

✈ 2. প্রথম কোন মহিলা ক্রিকেটার বিসিসিআই লাইফটাইম পুরস্কার পান ? 
Ans : শান্তা রঙ্গস্বামী 

✈ 3. প্রথম মহিলা খেলোয়াড় যিনি ধ্যানচাঁদ পুরস্কার পান ? 
Ans : অপর্ণা ঘোষ 

✈ 4. প্রথম দ্রোনাচার্য পুরস্কার কে পান ? 
Ans : OM Nambiar

✈ 5. প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান ? 
Ans : বিশ্বনাথন আনন্দ

✈ 6. প্রথম ফর্মুলা কার রেসিং বিশ্ববিজেতা কে ? 
Ans : মাইকেল শ্যুমাখার

✈ 7. প্রথম রাগবি বিশ্বকাপ জেতে কোন দেশ ? 
Ans : নিউজিল্যান্ড

✈ 8. প্রথম এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ জেতে কোন দেশ ? 
Ans : ভারত 

✈ 9. প্রথম হকি এশিয়া কাপ জেতে কোন দেশ ? 
Ans : পাকিস্তান 

✈ 10. প্রথম পুরুষ হকি বিশ্বকাপ জেতে কোন দেশ ? 
Ans : পাকিস্তান

✎ 11. পির পিঞ্জল রেলওয়ে টানেল কোথায় অবস্থিত ? 
Ans : জম্মু ও কাশ্মীর 

✎ 12. সঙ্গলদহন রেলওয়ে টানেল কোথায় অবস্থিত ? 
Ans : জম্মু ও কাশ্মীর 

✎ 13. কারবুড রেলওয়ে টানেল কোথায় অবস্থিত ? 
Ans : মহারাষ্ট্র

✎ 14. বারসেম রেলওয়ে টানেল কোথায় অবস্থিত ? 
Ans : গোয়া 

✎ 15. বোরেল বিজি রেলওয়ে টানেল কোথায় অবস্থিত ? 
Ans : অসম 

✎ 16. কারওয়ার রেলওয়ে টানেল কোথায় অবস্থিত ? 
Ans : কর্ণাটক 

✎ 17. চক রেলওয়ে টানেল কোথায় অবস্থিত ? 
Ans : মহারাষ্ট্র 

✎ 18. খোয়াই রেলওয়ে টানেল কোথায় অবস্থিত ? 
Ans : ত্রিপুরা 

✎ 19. তামেলং রেলওয়ে টানেল কোথায় অবস্থিত ? 
Ans : মনিপুর 

✎ 20. থিজামা বিজি রেলওয়ে টানেল কোথায় অবস্থিত ? 
Ans : নাগাল্যান্ড