দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 21/06/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 21/06/2021

******************



■ 1. বৎসোওয়ানায় 1098 ক্যারাটের বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরে আবিষ্কৃত হলো

■ 2. ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি এবং ইন্টারনাল ট্রেডের সেক্রেটারি গুরুপ্রসাদ মহাপাত্র প্রয়াত হলেন

■ 3. প্রতিবছর 21 শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়, এ বছরের থিম - Yoga for well-being, এ ছাড়া এই দিনটি বিশ্ব সংগীত দিবস হিসেবেও পালিত হয় 

■ 4. প্রথম ভারতীয় মহিলা হিসাবে Dr. Tadang Minu কে আন্তর্জাতিক বক্সিং এসোসিয়েশনের কোচ কমিটিতে নিযুক্ত করা হলো

■ 5. ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ এন্ড নিউরো সায়েন্সের ডিরেক্টর পদে ড: প্রতিমা মূর্তি কে নিযুক্ত করা হলো

■ 6. আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের (ICC) মুখ্য প্রসিকিউটার পদে ব্রিটিশ আইনজীবী করিম খান কে নিযুক্ত করা হলো

■ 7. রেণুকা কুমার এবং সঞ্জয় কুমার সিং  কে মাইনোরিটি আফফায়ার্স এবং ডিপার্টমেন্ট অফ এডমিনিষ্ট্রেটিভ রিফর্মস এন্ড পাবলিক গ্রিভেন্সস এর সেক্রেটারি পদে নিযুক্ত করা হলো যথাক্রমে 

■ 8. পাঞ্জাবের স্পোর্টস এবং ইয়ুথ সার্ভিসেস মন্ত্রী রানা গুরমিত সিং সোধি বিশেষ মোবাইল App 'Khedo Punjab' লঞ্চ করলেন

■ 9. সম্প্রতি ওড়িশা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক একটি কবিতাগুচ্ছ প্রকাশ করলেন যার নাম - 'Beyond Here and Other Poems', বইটি লিখেছেন রাজ্যের আমলা বিষ্ণুপদ শেঠি

■ 10. জ্ঞানপিঠ পুরস্কার প্রাপ্ত প্রসিদ্ধ লেখক অমিতাভ ঘোষ সম্প্রতি একটি বই লিখলেন, যার শিরোনাম - 'The Nutmeg's Curse : Parables for a Planet in Crisis'