দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 18/06/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 18/06/2021
******************
✎ 1. ভারতের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মিশনের ডিরেক্টর পদে আশীষ চান্দরকার কে নিযুক্ত করা হলো
✎ 2. 2022 অর্থবর্ষে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) ভারতের জিডিপি 9.5% নির্ধারণ করলো
✎ 3. Global Peace ইনডেক্স 2021 অনুযায়ী ভারত 135 তম স্থান অধিকার করলো, শীর্ষে আইসল্যান্ড
✎ 4. তেলেঙ্গানা রাজ্য সরকার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স মিশন এবং 'Revv Up' নামক প্রোগ্রাম লঞ্চ করলো
✎ 5. সংযুক্ত রাজ্য (UK) এবং অস্ট্রেলিয়ার মধ্যে ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্পন্ন হতে চলেছে
✎ 6. Nivea India অজয় সিমহা কে সংস্থার মার্কেটিং ডিরেক্টর পদে নিযুক্ত করলো
✎ 7. 2021 এর শেষে ইউরোপিয়ান স্পেস এজেন্সি নিউজিল্যান্ড থেকে পৃথিবীর প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট 'WISA Woodsat' লঞ্চ করতে চলেছে
✎ 8. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লীতে বর্ডার রোডস অর্গানাইজেশন এর তৈরি দুটি সেন্টার অফ এক্সেলেন্স এর উদ্বোধন করলেন
✎ 9. গ্রামাঞ্চলের যুবকদের স্কিল ডেভেলপমেন্ট এর জন্য অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন NABARD এর সাথে জোটবদ্ধ হলো
✎ 10. ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইনডেক্স 2021 অনুযায়ী ভারত 43 তম স্থান অধিকার করলো, এই তালিকার শীর্ষে সুইজারল্যান্ড