পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 155

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 155 

 

************************



✪ 1. কম্পিউটার মনিটর কি ধরনের ডিভাইস ? 
Ans : আউটপুট

✪ 2. শর্টকাট এবং স্পেশ্যাল টাস্কের জন্য কোন কী ব্যবহৃত হয় ? 
Ans : Control এবং Alt

✪ 3. Ctrl,Shift এবং Alt কে কি বলা হয় ? 
Ans : মডিফায়ার কী

✪ 4. ট্রাক বল কে কিসের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে ? 
Ans : মাউস

✪ 5. কীবোর্ডে কতগুলি ফাংশন কী রয়েছে ? 
Ans : 12 টি 

✪ 6. MICR এর পুরো কথা কি ? 
Ans : Magnetic Ink Character Reader
 
✪ 7. OMR এর পুরো কথা কি ? 
Ans : Optical Mark Reader 

✪ 8. লাইট পেন কি ধরণের ডিভাইস ? 
Ans : ইনপুট ডিভাইস 

✪ 9. PROM এর পুরো কথা কি ? 
Ans : Programmable Read Only Memory

✪ 10. হার্ড ডিস্কের পরিবর্তে কম্পিউটার বুটিং আরো দ্রুত করতে বর্তমানে কি ব্যবহৃত হয় ? 
Ans : SSD ( Solid State Drive )

➦ 11. হাঙ্গরের শরীরে কোন ধরনের আঁশ দেখা যায় ? 
Ans : প্লাকয়েড আঁশ

➦ 12. রুই,কাতলা মাছের শরীরে কোন আঁশ দেখা যায় ? 
Ans : সাইক্লয়েড আঁশ

➦ 13. ভেটকি মাছের শরীরে কোন আঁশ দেখা যায় ? 
Ans : টিনয়েড আঁশ

➦ 14. লাংফিস মাছের শরীরে কোন আঁশ দেখা যায় ? 
Ans : গ্যানয়েড আঁশ

➦ 15. শঙ্কর মাছের শরীরে কোন আঁশ দেখা যায় ? 
Ans : প্লাকয়েড আঁশ

➦ 16. কালবোস মাছের শরীরে কোন আঁশ দেখা যায় ? 
Ans : সাইক্লয়েড আঁশ

➦ 17. কচ্ছপের শরীরে কোন আঁশ দেখা যায় ? 
Ans : স্কিউট আঁশ 

➦ 18. গিরগিটির শরীরে কোন আঁশ দেখা যায় ? 
Ans : ফ্রিল কণ্টক আঁশ

➦ 19. কুমীরের শরীরে কোন আঁশ দেখা যায় ? 
Ans : স্কিউট আঁশ

➦ 20. কই মাছের শরীরে কোন আঁশ দেখা যায় ? 
Ans : টিনয়েড আঁশ