পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 153
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 153
♞ 1. গ্রিগেল বায়ু কোথায় প্রবাহিত হয় ?
Ans : গ্রিস
♞ 2. লেভান্তর বায়ু কোথায় প্রবাহিত হয় ?
Ans : জিব্রাল্টার প্রণালী
♞ 3. নরওয়েস্টার বায়ু কোথায় প্রবাহিত হয় ?
Ans : নিউজিল্যান্ড
♞ 4. নেভাদাস বায়ু কোথায় প্রবাহিত হয় ?
Ans : ইকুয়েডর
♞ 5. বোরা বায়ু কোথায় প্রবাহিত হয় ?
Ans : ইতালি/যুগোশ্লাভিয়া
♞ 6. সাউদারলি বাস্টার বায়ু কোথায় প্রবাহিত হয় ?
Ans : অস্ট্রেলিয়া
♞ 7. পাম্পেরো বায়ু কোথায় প্রবাহিত হয় ?
Ans : আর্জেন্টিনা
♞ 8. বুরাল বায়ু কোথায় প্রবাহিত হয় ?
Ans : সাইবেরিয়া/রাশিয়া
♞ 9. বার্গ বায়ু কোথায় প্রবাহিত হয় ?
Ans : দক্ষিণ আফ্রিকা
♞ 10. মারিন বায়ু কোথায় প্রবাহিত হয় ?
Ans : ভু-মধ্যসাগর থেকে ফ্রান্সের দিকে
➢ 11. কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : মহানদী
➢ 12. উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : শিপ্রা নদী
➢ 13. অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : সরযূ
➢ 14. কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : চম্বল
➢ 15. কেদারনাথ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : মন্দাকিনী
➢ 16. গোরক্ষপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : রাপ্তি
➢ 17. নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : গোদাবরী
➢ 18. পানাজি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : মান্ডভি
➢ 19. হাম্পি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : তুঙ্গভদ্রা
➢ 20. মথুরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : যমুনা