পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 152

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 152 

 

************************


⫷1⫸ ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি ? 
Ans : লাদাখের লে বিমানবন্দর

⫷2⫸ ভারতের উচ্চতম দরওয়াজা কোনটি ? 
Ans : ফতেপুর সিকরির বুলন্দ দরওয়াজা

⫷3⫸ ভারতের উচ্চতম রেডিও স্টেশন কোনটি ? 
Ans : লেহ রেডিও স্টেশন

⫷4⫸ ভারতের উচ্চতম সড়কপথ কোনটি ? 
Ans : লে-মানালি পথে খারদুংলা

⫷5⫸ ভারতের উচ্চতম বাঁধ কোনটি ? 
Ans : তেহরি বাঁধ

⫷6⫸ ভারতের সর্বোচ্চ সাহসী সম্মান কোনটি ? 
Ans : পরমবীর চক্র

⫷7⫸ ভারতের সর্বোচ্চ যুদ্ধ ক্ষেত্র কোনটি ? 
Ans : সিয়াচেন

⫷8⫸ ভারতের ছোটনাগপুর মালভুমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
Ans : পরেশনাথ

⫷9⫸ ভারতের আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
Ans : গুরুশিখর

⫷10⫸ ভারতের দক্ষিণাত্য মালভুমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
Ans : আনাইমুদি

➪ 11. আন্দিস পর্বতমালার অবস্থান ও দৈর্ঘ্য কত  ? 
Ans : দক্ষিণ আমেরিকা ( 7200 কিমি)

➪ 12. রকি পর্বতমালার অবস্থান ও দৈর্ঘ্য কত ? 
Ans : উত্তর আমেরিকা ( 4800 কিমি )

➪ 13. গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থান ও দৈর্ঘ্য কত ? 
Ans : পূর্ব অস্ট্রেলিয়া ( 2300 কিমি )

➪ 14. হিমালয় পর্বতমালার অবস্থান ও দৈর্ঘ্য কত ? 
Ans : ভারত,পাকিস্তান,চীন ও নেপাল ( 2400 কিমি )

➪ 15. অ্যাটলাস পর্বতমালার অবস্থান ও দৈর্ঘ্য কত ? 
Ans : উত্তর পশ্চিম আফ্রিকা ( 2500 কিমি )

➪ 16. পশ্চিমঘাট পর্বতমালার অবস্থান ও দৈর্ঘ্য কত ? 
Ans : দক্ষিণ-পশ্চিম ভারত ( 1610 কিমি )

➪ 17. ককেশাস পর্বতমালার অবস্থান ও দৈর্ঘ্য কত ? 
Ans : ইউরোপ - এশিয়া মধ্যবর্তী ( 1200 কিমি )

➪ 18. আলাস্কা পর্বতমালার অবস্থান ও দৈর্ঘ্য কত ? 
Ans : মার্কিন যুক্তরাষ্ট্র ( 650 কিমি )

➪ 19. আল্পস পর্বতমালার অবস্থান ও দৈর্ঘ্য কত ?
Ans : ইউরোপ ( 1200 কিমি )

➪ 20. কারাকোরাম ও হিন্দুকুশ পর্বতমালার অবস্থান ও দৈর্ঘ্য কত ? 
Ans : দক্ষিণ-মধ্য এশিয়া ( 500+800 কিমি )