পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 151

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 151 

 

************************


➲ 1. কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : বরাহি

➲ 2. বরাহিপানি জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : বুদ্ধবালঙ্গা

➲ 3. দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : মান্ডবী

➲ 4. বরকানা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : সীতা

➲ 5. যোগ বা গেরোসোপা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : সারাবতী

➲ 6. কান্দাদর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
Ans : কাপরাণী

➲ 7. শিবসুমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : কাবেরী

➲ 8. বুন্দলা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : বুন্দলা

➲ 9. চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : ইন্দ্রাবতী

➲ 10. গোকাক জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : ঘাটপ্রভা

✰ 11. অলফ্যাক্টরী স্নায়ু কোথায় অবস্থিত ? 
Ans : নাকের মিউকাস পর্দা 

✰ 12. অপটিক স্নায়ু কোথায় অবস্থিত ? 
Ans : চক্ষুর রেটিনা 

✰ 13. ট্রকলিয়ার স্নায়ু কোথায় অবস্থিত ? 
Ans : চক্ষু পেশী 

✰ 14. ট্রাইজেমিনাল স্নায়ু কোথায় অবস্থিত ? 
Ans : মাথা এবং ওষ্ঠের মিউকাস পর্দা 

✰ 15. অডিটরি স্নায়ু কোথায় অবস্থিত ? 
Ans : কানের অভ্যন্তর

✰ 16. গ্লসোফ্যারেনজিয়াল স্নায়ু কোথায় অবস্থিত ? 
Ans : জিহ্বা, ফ্যারিংক্স

✰ 17. ভেগাস স্নায়ু কোথায় অবস্থিত ? 
Ans : থোরাসিক ও ভিসেরাল অঙ্গ, ট্রাকিয়া

✰ 18. অ্যাকসেসরি স্নায়ু কোথায় অবস্থিত ? 
Ans : গ্রীবা পেশী

✰ 19. হাইপোগ্লসাল স্নায়ু কোথায় অবস্থিত ? 
Ans : জিহবা 

✰ 20. ফেসিয়াল স্নায়ু কোথায় অবস্থিত ? 
Ans : মুখমণ্ডলের বিভিন্ন অংশ