পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 150
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 150
❏ 1. স্টকহোম সম্মেলন কোথায় সম্পন্ন হয় ?
Ans : সুইডেন, 1972 এবং 2004
❏ 2. রামসার সম্মেলন কোথায় সম্পন্ন হয় ?
Ans : ইরান, 1971
❏ 3. নাইরোবি সম্মেলন কোথায় সম্পন্ন হয় ?
Ans : কেনিয়া, 1982
❏ 4. মন্ট্রিয়ল প্রটোকল কোথায় সম্পন্ন হয় ?
Ans : কানাডা, 1987
❏ 5. লন্ডন সম্মেলন কবে সম্পন্ন হয় ?
Ans : গ্রেট ব্রিটেন, 1990
❏ 6. রিও আর্থ সম্মেলন কোথায় সম্পন্ন হয় ?
Ans : ব্রাজিল, 1992
❏ 7. কিয়োটো সম্মেলন কোথায় সম্পন্ন হয় ?
Ans : জাপান, 1997
❏ 8. জোহানেসবার্গ সম্মেলন কবে সম্পন্ন হয় ?
Ans : দক্ষিণ আফ্রিকা, 2002
❏ 9. কোপেনহেগেন সম্মেলন কোথায় সম্পন্ন হয় ?
Ans : ডেনমার্ক, 2010
❏ 10. লিমা সম্মেলন কবে সম্পন্ন হয় ?
Ans : পেরু, 2014
✎ 11. প্লবতার সূত্র কে আবিষ্কার করেন ?
Ans : আর্কিমিডিস
✎ 12. কাগজ কে আবিষ্কার করেন ?
Ans : সাই লুন জিনজহং
✎ 13. মুদ্রণযন্ত্র কে আবিষ্কার করেন ?
Ans : জোহান গুটেনবার্গ
✎ 14. জলপথে ইউরোপে আসার বিভিন্ন অবস্থান কে আবিষ্কার করেন ?
Ans : ভাস্কো-দা-গামা
✎ 15. সৌরজগৎ প্রথম কে আবিষ্কার করেন ?
Ans : নিকোলাস কোপার্নিকাস
✎ 16. হৃৎপিণ্ডের মধ্যে রক্তের সংবহন কে আবিষ্কার করেন ?
Ans : উইলিয়াম হার্ভে
✎ 17. ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?
Ans : ইভান গেলিস্তা টরিসেলি
✎ 18. এককোষী প্রোটোজোয়া প্রথম কে আবিষ্কার করেন ?
Ans : এন্টনি ভ্যান লিউয়েনহুক
✎ 19. সেলসিয়াস থার্মোমিটার কে আবিষ্কার করেন ?
Ans : অ্যান্ডার সেলসিয়াস
✎ 20. কেলভিন থার্মোমিটার কে আবিষ্কার করেন ?
Ans : উইলিয়াম থমসন কেলভিন