পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 148

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 148 

 

************************


✦ 1. সফট ড্রিঙ্কস এর মধ্যে কোন এসিড থাকে ? 
Ans : কার্বনিক এসিড

✦ 2. পাচকরসে কোন এসিড থাকে ? 
Ans : হাইড্রোক্লোরিক এসিড 

✦ 3. টিএনটি বিস্ফোরকে কোন এসিড থাকে ? 
Ans : নাইট্রিক এসিড 

✦ 4. গাড়ির ব্যাটারিতে কোন এসিড থাকে ? 
Ans : সালফিউরিক এসিড 

✦ 5. জং বিরোধী রং প্রস্তুতিতে কোন এসিড ব্যবহৃত হয় ? 
Ans : ফসফরিক এসিড 

✦ 6. পিঁপড়ে এবং মৌমাছিতে কোন এসিড থাকে ? 
Ans : ফরমিক এসিড
 
✦ 7. ভিনিগার প্রস্তুতিতে কোন এসিড থাকে ? 
Ans : অ্যাসেটিক এসিড

✦ 8. খাদ্য সংরক্ষণ করতে কোন এসিড লাগে ? 
Ans : বেঞ্জয়িক এসিড 

✦ 9. লেবুতে, কমলালেবু তে কোন এসিড থাকে ? 
Ans : সাইট্রিক এসিড 

✦ 10. তেঁতুলে কোন এসিড থাকে ? 
Ans : টারটারিক এসিড

☛ 11. আপেল/ন্যাসপাতির ভক্ষিত অংশ কোনটি ? 
Ans : মাংসল থ্যালামাস 

☛ 12. কলার ভক্ষিত অংশ কোনটি ? 
Ans : মেসোকার্প 

☛ 13. কাজুবাদামের ভক্ষিত অংশ কোনটি ? 
Ans : মাংসল থ্যালামাস, বীজপত্র

☛ 14. নারকেলের ভক্ষিত অংশ কোনটি ? 
Ans : তরল এন্ডোকার্প 

☛ 15. শসার ভক্ষিত অংশ কোনটি ? 
Ans : মেসোকার্প এবং এন্ডকার্প 

☛ 16. খেজুরের ভক্ষিত অংশ কোনটি ? 
Ans : মাংসল পেরিকার্প 

☛ 17. ডুমুরের ভক্ষিত অংশ কোনটি ? 
Ans : মাংসল থ্যালামাস

☛ 18. কাঁঠালের ভক্ষিত অংশ কোনটি ? 
Ans : বৃতি, বীজ ও পেরিয়ান্থ

☛ 19. সরিষার ভক্ষিত অংশ কোনটি ? 
Ans : বীজ

☛ 20. টমেটোর ভক্ষিত অংশ কোনটি ? 
Ans : পেরিকার্প ও অমরা