পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 147

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 147 

 

************************


❖ 1. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) কবে প্রতিষ্ঠা হয় ? 
Ans : 1935 সালে 

❖ 2. লাইফ ইন্সুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া (LICI) কবে স্থাপিত হয় ? 
Ans : 1956 সালে 

❖ 3. জেনারেল ইন্সুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া (GICI) কবে স্থাপিত হয় ? 
Ans : 1972 সালে 

❖ 4. ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া (UTI) কবে স্থাপিত হয় ? 
Ans : 1964 সালে 

❖ 5. ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (IDBI) কবে স্থাপিত হয় ? 
Ans : 1964 সালে 

❖ 6. হাউসিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (HDFC) কবে স্থাপিত হয় ? 
Ans : 1994 সালে 

❖ 7. ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) কবে স্থাপিত হয় ? 
Ans : 1982 সালে 

❖ 8. ন্যাশনাল হাউসিং ব্যাংক (NHB) কবে স্থাপিত হয় ? 
Ans : 1988 সালে 

❖ 9. সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) কবে স্থাপিত হয় ? 
Ans : 1988 সালে 

❖ 10. স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (SIDBI) কবে স্থাপিত হয় ? 
Ans : 1990 সালে

▣ 11. ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন কবে স্থাপিত হয় ? 
Ans : 1933 সালে 

▣ 12. দিগদর্শন সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন ? 
Ans : মার্শম্যান 

▣ 13. স্বাধীনতার সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
Ans : ক্লিমেন্ট এটলি

▣ 14. The Voice of India এর সম্পাদক কে ছিলেন ? 
Ans : দাদাভাই নৌরজী

▣ 15. 'গান্ধী ভার্সেস লেনিন' বইটি কার লেখা ? 
Ans : এস এন ডাঙ্গে

▣ 16. ভারতের সর্বাধিক জনবিরল কেন্দ্রাশাসিত অঞ্চল কোনটি ? 
Ans : লাক্ষাদ্বীপ

▣ 17. ভারতে কবে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হয় ? 
Ans : 1956 সালে 

▣ 18. রাজ্য পুনগঠন কমিশন কবে গঠিত হয় ? 
Ans : 1953 সালে 

▣ 19. চলমান বালিয়াড়ি কে কি বলা হয় ? 
Ans : ধ্রিয়ান

▣ 20. লুনি নদীর উৎপত্তিস্থল কোথায় ? 
Ans : আন্নাসাগর হ্রদ