পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 146

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 146 

 

************************



✜ 1. জন মাথাই কমিটি কোন সালে গঠিত হয় ? 
Ans : 1953 সালে 

✜ 2. নিকোলাস কালদোর কমিটি কোন সালে গঠিত হয় ? 
Ans : 1956 সালে 

✜ 3. মহাবীর ত্যাগী কমিটি কোন সালে গঠিত হয় ? 
Ans : 1959 সালে 

✜ 4. আইন কমিশন কোন সালে গঠিত হয় ? 
Ans : 1961 সালে 

✜ 5. কে এন ওয়াংচু কমিটি কমিটি কবে গঠিত হয় ? 
Ans : 1971 সালে 

✜ 6. সি সি চোকসে কমিটি কবে গঠিত হয় ? 
Ans : 1978 সালে

✜ 7. এল কে ঝা কমিটি কবে গঠিত হয় ? 
Ans : 1981 সালে

✜ 8. আর চেল্লাইয়া কমিটি কবে গঠিত হয় ? 
Ans : 1991 সালে 

✜ 9. পার্থসারথি সোম কমিটি কোন সালে গঠিত হয় ? 
Ans : 2001 সালে 

✜ 10. বিজয় কেলকার কমিটি কোন সালে গঠিত হয় ? 
Ans : 2002 সালে

➥ 11. উলঙ্গ রাজা - কার লেখা ? 
Ans : নীরেন্দ্রনাথ চক্রবর্তী

➥ 12. বাবরের প্রার্থনা - কার লেখা ? 
Ans : শঙ্খ ঘোষ
 
➥ 13. অরণ্যের অধিকার - কার লেখা ? 
Ans : মহাশ্বেতা দেবী 

➥ 14. কালবেলা - কার লেখা ? 
Ans : সমরেশ মজুমদার 

➥ 15. তিস্তা পাড়ের বৃত্তান্ত - কার লেখা ? 
Ans : দেবেশ রায় 

➥ 16. শ্রেষ্ঠ কবিতা - কার লেখা ? 
Ans : জীবনানন্দ দাশ 

➥ 17. আরোগ্য নিকেতন - কার লেখা ? 
Ans : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

➥ 18. তপস্বী ও তরঙ্গিনী - কার লেখা ? 
Ans : বুদ্ধদেব বসু 

➥ 19. সাগর থেকে ফেরা - কার লেখা ? 
Ans : প্রেমেন্দ্র মিত্র

➥ 20. তাল বেতাল - কার লেখা ? 
Ans : অশোক মিত্র