পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 145

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 145 

 

************************



➢ 1. ডিগবয় ডিজেল বিদ্যুত কেন্দ্র কোথায় অবস্থিত ? 
Ans : অসম

➢ 2. বরাউনি ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? 
Ans : বিহার 

➢ 3. বাসবি ডিজেল উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত ? 
Ans : তামিলনাড়ু
 
➢ 4. ট্রমবে ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? 
Ans : মহারাষ্ট্র 

➢ 5. ধুবারণ ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? 
Ans : গুজরাট 

➢ 6. কোজিকোর ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? 
Ans : কেরালা

➢ 7. বেলগাঁও ডিজেল বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত ? 
Ans : কর্ণাটক

➢ 8. এল ভি এস ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? 
Ans : অন্ধ্রপ্রদেশ 

➢ 9. ইয়েলাঙ্কা ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? 
Ans : কর্ণাটক 

➢ 10. পশ্চিমবঙ্গের ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? 
Ans : শিলিগুড়ি,কসবা এবং হলদিয়া

➤ 11. নীল নদ কোথায় পতিত হয়েছে ? 
Ans : ভূমধ্যসাগর 

➤ 12. আমাজন নদী কোথায় পতিত হয়েছে ? 
Ans : দক্ষিণ আটলান্টিক মহাসাগর

➤ 13. ইয়াং-সি-কিয়াং নদী কোথায় পতিত হয়েছে ? 
Ans : পূর্ব চীন সাগর

➤ 14. মিসিসিপি নদী কোথায় পতিত হয়েছে ? 
Ans : মেক্সিকো উপসাগর 

➤ 15. গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ? 
Ans : বঙ্গপ্রসাগর

➤ 16. হোয়াং হো নদী কোথায় পতিত হয়েছে ? 
Ans : চিবলি উপসাগর 

➤ 17. ইয়েনিসে নদী কোথায় পতিত হয়েছে ? 
Ans : আর্কটিক মহাসাগর 

➤ 18. কঙ্গো নদী কোথায় পতিত হয়েছে ? 
Ans : দক্ষিণ আটলান্টিক মহাসাগর 

➤ 19. ভলগা নদী কোথায় পতিত হয়েছে ? 
Ans : ক্যাসপিয়ান সাগর 

➤ 20. সিন্ধু নদী কোথায় পতিত হয়েছে ? 
Ans : আরব সাগর