পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 144

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 144  

 

************************


❏ 1. অপারেশন মৈত্রী কোন সালে হয়েছিল ? 
Ans : 2015 সালে

❏ 2. অপারেশন পরাক্রম কোন সালে সম্পন্ন হয় ? 
Ans : 2001 সালে 

❏ 3. অপারেশন ক্যাকটাস কোন সালে সম্পন্ন হয় ? 
Ans : 1988 সালে 

❏ 4. অপারেশন চেকমেট কোন সালে সম্পন্নধ ? 
Ans : 1988 সালে 

❏ 5. অপারেশন স্টেপেলচেজ কবে সম্পন্ন হয় ? 
Ans : 1971 সালে 

❏ 6. অপারেশন পোলো কবে সম্পন্ন হয় ? 
Ans : 1948 সালে 

❏ 7. অপারেশন রাজিব কবে সম্পন্ন হয় ? 
Ans : 1987 সালে 

❏ 8. অপারেশন নিস্তার কবে সম্পন্ন হয় ? 
Ans : 2018 সালে 

❏ 9. অপারেশন পাইথন কবে সম্পন্ন হয় ? 
Ans : 1971 সালে 

❏ 10. অপারেশন সমুদ্র সেতু কবে সম্পন্ন হয় ? 
Ans : 2020 সালে

■ 11. সত্য সাধক সমাজ মুভমেন্টের নেতা কে ? 
Ans : জ্যোতিবা ফুলে

■ 12. টেম্পল এন্ট্রি মুভমেন্টের নেতা কে ? 
Ans : টি কে মাধবন , শ্রী নারায়ণ গুরু

■ 13. বহুজন সমাজ আন্দোলনের নেতা কে ? 
Ans : মুকুন্দ রাও পাটিল

■ 14. সেল্ফ রেসপেক্ট মুভমেন্টের নেতা কে ? 
Ans : ই ভি রামস্বামী

■ 15. হরিজন সেবক সংঘ আন্দোলনের নেতা কে ? 
Ans : মহাত্মা গান্ধী 

■ 16. আলীগড় মুভমেন্টের নেতা কে ছিলেন ? 
Ans : সৈয়দ আহমেদ খান 

■ 17. আহমদিয়া মুভমেন্টের নেতা কে ছিলেন ? 
Ans : মির্জা গুলাম আহমেদ

■ 18. স্বামী নারায়ণ সম্প্রদায় আন্দোলনের নেতা কে ছিলেন ? 
Ans : স্বামী সহজানন্দ

■ 19. ইয়ং বেঙ্গল মুভমেন্টের নেতা কে ছিলেন ? 
Ans : ডিরোজিও, তারাচন্দ্র চক্রবর্তী

■ 20. ধর্মসভা মুভমেন্টের নেতা কে ছিলেন ? 
Ans : রাধকান্ত দেব