পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 143

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 143  

 

************************




☛ 1. নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ? 
Ans : উত্তরাখন্ড

☛ 2. নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ? 
Ans : মেঘালয় 

☛ 3. গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ? 
Ans : তামিলনাড়ু 

☛ 4. মানস বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ? 
Ans : আসাম 

☛ 5. সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ? 
Ans : ওড়িশা 

☛ 6. ডিহং বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ? 
Ans : অরুণাচল প্রদেশ 

☛ 7. পাঁচমারী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ? 
Ans : মধ্যপ্রদেশ

☛ 8. কোল্ড ডেসার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ? 
Ans : হিমাচল প্রদেশ 

☛ 9. সেশাচলম হিলস বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ? 
Ans : অন্ধ্রপ্রদেশ 

☛ 10. পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ? 
Ans : মধ্যপ্রদেশ

✪ 11. মাদ্রাজের সন্ধি কোন সালে হয় ? 
Ans : 1769 সালে 

✪ 12. ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয় ? 
Ans : 1784 সালে 

✪ 13. সেরিঙ্গপত্তনম সন্ধি কত সালে হয় ? 
Ans : 1792 সালে 

✪ 14. পন্ডিচেরির সন্ধি কত সালে হয় ? 
Ans : 1754 সালে 

✪ 15. সুরাটের সন্ধি কত সালে হয় ? 
Ans : 1775 সালে 

✪ 16. পুরন্দরের সন্ধি কত সালে হয় ? 
Ans : 1776 সালে 

✪ 17. সলবাই এর সন্ধি কত সালে হয় ? 
Ans : 1782 সালে 

✪ 18. বেসিনের সন্ধি কত সালে হয় ? 
Ans : 1802 সালে 

✪ 19. দেওগাঁও এর সন্ধি কত সালে হয় ? 
Ans : 1803 সালে 

✪ 20. সুরাজ-আরজানগাঁও এর সন্ধি কত সালে হয় ? 
Ans : 1803 সালে