পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 142

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 142  

 

************************



❖ 1. পাণ্ডুয়াতে অবস্থিত আদিনা মসজিদ কে নির্মাণ করেন ? 
Ans : সিকান্দার শাহ

❖ 2. মালদহে অবস্থিত বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন ? 
Ans : নসরত শাহ 

❖ 3. মুর্শিদাবাদে অবস্থিত হাজার দুয়ারী কে নির্মাণ করেন ? 
Ans : নবাব হুমায়ুন জা

❖ 4. কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন ? 
Ans : লর্ড ওয়েলেসলি 

❖ 5. এশিয়াটিক সোসাইটির স্থাপনা কে করেন ? 
Ans : উইলিয়াম জোন্স 

❖ 6. ভিক্টরিয়া মেমোরিয়াল কে স্থাপন করেন ? 
Ans : লর্ড কার্জন 

❖ 7. ইডেন গার্ডেন্স কে স্থাপন করেন ? 
Ans : লর্ড অকল্যান্ড 

❖ 8. কলকাতার রাজভবন কে নির্মাণ করেন ? 
Ans : লর্ড ওয়েলেসলি 

❖ 9. কলকাতার জাতীয় গ্রন্থাগার কে স্থাপন করেন ? 
Ans : লর্ড কার্জন 

❖ 10. দক্ষিণেশ্বর মন্দির কে স্থাপন করেন ? 
Ans : রানী রাসমণি

★ 11. লর্ড ভেঙ্কটেশ্বরা মন্দির কোথায় অবস্থিত ? 
Ans : অন্ধ্রপ্রদেশ 

★ 12. মোহাবধি মন্দির কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : বিহার

★ 13. সোমনাথ মন্দির ও দ্বারকা মন্দির কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : গুজরাট 

★ 14. বৈষ্ণবদেবী মন্দির এবং অমরনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : জম্মু-কাশ্মীর

★ 15. বীরপাক্ষ মন্দির এবং গোমতেশ্বরা মন্দির কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কর্ণাটক

★ 16. পদ্মনাভস্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কেরল

★ 17. খাজুরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : মধ্যপ্রদেশ

★ 18. সিদ্ধিবিনায়ক মন্দির কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : মহারাষ্ট্র

★ 19. কোনারকের সূর্য মন্দির এবং জগন্নাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : ওড়িশা

★ 20. রামনাথ স্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : তামিলনাড়ু