পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 141

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 141  

 

************************



❏ 1. বর্তমানে ভারতের মুখ্য বিচারপতি কে রয়েছেন ? 
Ans : শরদ অরবিন্দ বব্দে

❏ 2. ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন ? 
Ans : কে কে ভেনুগোপাল

❏ 3. ভারতের বর্তমান সলিসিটর জেনারেল কে রয়েছেন ? 
Ans : তুষার মেহতা 

❏ 4. ডিফেন্স স্টাফ এর প্রধান পদে কে রয়েছেন ? 
Ans : জেনারেল বিপিন রাওয়াত 

❏ 5. ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে রয়েছেন ? 
Ans : জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে

❏ 6. ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন ? 
Ans : সুনীল অরোরা 

❏ 7. CAG এর চেয়ারম্যান কে রয়েছেন ? 
Ans : গিরিশ চন্দ্র মুর্মু

❏ 8. রাজ্যসভার সেক্রেটারি জেনারেল কে রয়েছেন ? 
Ans : ডি ডি ভার্মা 

❏ 9. ভারতের বায়ু সেনার প্রধান কে রয়েছেন ? 
Ans : রাকেশ কুমার সিং ভাদুরিয়া 

❏ 10. ভারতের নৌ-সেনার প্রধান কে রয়েছেন ? 
Ans : অ্যাডমিরাল করমবীর সিং

➥ 11. 'সারে জাহাসে আচ্ছা' গানের রচয়িতা কে ? 
Ans : মহম্মদ ইকবাল

➥ 12. 'পাখী সব করে রব রাতি পোহাইল' এর রচয়িতা কে ? 
Ans : মদনমোহন তর্কলঙ্কার

➥ 13. 'রঘুপতি রাঘব রাজা রাম' এর রচয়িতা কে ? 
Ans : বিষ্ণু দিগম্বর পালুসকর 

➥ 14. 'টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার' কার লেখা ? 
Ans : জেন টেলর

➥ 15. 'এ মেরে বতন কে লোগো' কার লেখা ? 
Ans : কবি প্রদীপ 

➥ 16. পালকির গান এর রচয়িতা কে ? 
Ans : সত্যেন্দ্রনাথ দত্ত

➥ 17. 'কারার ঐ লৌহ কপাট' গানটির রচয়িতা কে ? 
Ans : কাজী নজরুল ইসলাম 

➥ 18. 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় ?' কার লেখা ? 
Ans : রঙ্গলাল বন্দোপাধ্যায়

➥ 19. 'মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে না রে ভাই' গানের রচয়িতা কে ? 
Ans : রজনীকান্ত সেন

➥ 20. 'ধনধান্যে পুষ্পে ভরা' কার লেখা ? 
Ans : দ্বিজেন্দ্রলাল রায়