পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 140
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 140
☞ 1. Queen of Hill stations কোনটি কে বলা হয় ?
Ans : উটি
☞ 2. টুলবুল প্রজেক্ট কোন নদীর সঙ্গে যুক্ত ?
Ans : ঝিলাম
☞ 3. রক্তে অনুচক্রিকা কমে গেলে কোন রোগ হয় ?
Ans : পারপিউরা
☞ 4. কাম্বালা স্পোর্টস কোন রাজ্যে অনুষ্ঠিত হয় ?
Ans : কর্ণাটক
☞ 5. জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ কে কোন চিহ্ন দ্বারা সম্বোধন করা হয় ?
Ans : সাপ
☞ 6. কিউবা এর মুদ্রার নাম কি ?
Ans : পেসো
☞ 7. 'ইন্ডিয়ান মিরর' নামক পত্রিকাটি কে প্রকাশ করেন ?
Ans : দেবেন্দ্রনাথ ঠাকুর
☞ 8. মাধবপুর মেলা কোন রাজ্যের বিখ্যাত আকর্ষণ ?
Ans : গুজরাট
☞ 9. ভারতের জাতীয় চিহ্ন অশোক স্তম্ভের নকশা কে করেছিলেন ?
Ans : দিননাথ ভার্গভ
☞ 10. UIDAI এর ডেটা সেন্টার কোথায় অবস্থিত ?
Ans : মানেসর, হরিয়ানা
➤ 11. গৌতম বুদ্ধ অভয়ারন্য কোন রাজ্যে অবস্থিত ?
Ans : বিহার
➤ 12. গান্ধী সাগর অভয়ারন্য কোন রাজ্যে অবস্থিত ?
Ans : মধ্যপ্রদেশ
➤ 13. প্রজেক্ট রাইনো কবে কার্যকর হয় ?
Ans: ১৯৮৭ সালে
➤ 14. প্রজেক্ট এলিফ্যান্ট কবে কার্যকর হয় ?
Ans : ১৯৯২ সালে
➤ 15. প্রজেক্ট রেড পান্ডা কবে কার্যকর হয় ?
Ans : ১৯৯৬ সালে
➤ 16. বোরাক্স এর রাসায়নিক নাম কি ?
Ans : সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট
➤ 17. ফর্ম্যালডিহাইড এবং ফেনল মেশালে কি উত্পন্ন হয় ?
Ans : বেকেলাইট
➤ 18. মানুষের চোখের জলের pH এর মান কত ?
Ans : ৭.৪ প্রায়
➤ 19. সুমুদ্রের জলের pH এর মান কত ?
Ans : ৮.৫ প্রায়
➤ 10. কোন উত্সেচক গ্লুকোজ কে ইথাইল এলকোহলে পরিনত করে ?
Ans : জাইমেজ