পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 139

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 139   

 

************************



■ 1. পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেন কে ? 
Ans : টলেমি

■ 2. কোন ইংরেজ নাবিক হাওয়াই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন ? 
Ans : ক্যাপ্টেন জেমস কুক 

■ 3. কোন ইতালি নাগরিক চীন দেশ আবিষ্কার করেন ? 
Ans : মার্কো পোলো 

■ 4. ইউরোপ থেকে ভারতে পৌঁছানোর সমুদ্রপথ কে আবিষ্কার করেন ? 
Ans : ভাস্কো দা গামা ( পর্তুগাল )

■ 5. প্রথম দক্ষিণ মেরুতে কে পদার্পন করেন ? 
Ans : ক্যাপ্টেন আমুন্ডসেন 

■ 6. কোন মার্কিন অভিযাত্রী প্রথম উত্তর মেরুতে উপনীত হন ? 
Ans : রবার্ট এডুইন পিয়ারী 

■ 7. নৌপথে পৃথিবী প্রদক্ষিণ কে করেন ? 
Ans : ফার্দিনান্দ ম্যাজেলান 

■ 8. অস্ট্রেলিয়া কে আবিষ্কার করেন ? 
Ans : উইলিয়াম ইয়াংসজুন 

■ 9. নিউজিল্যান্ড কে আবিষ্কার করেন ? 
Ans : আবেল জানসন তাসমান 

■ 10. চৌম্বক মেরুর স্থান নির্ণয় করেন কে ? 
Ans : স্যার টমাস কুক এবং রিয়ার অ্যাডমিরাল

▣ 11. 'India wins Freedom' বইটি কার লেখা ? 
Ans : মৌলনা আবুল কালাম আজাদ 

▣ 12. 'Mein Kampf' বইটি কার লেখা ? 
Ans : অ্যাডলফ হিটলার 

▣ 13. 'The Light that failed' বইটি কে লিখেছেন ? 
Ans : রূডিয়ার্ড কিপলিং 

▣ 14. 'Being Indian' বইটি কে লিখেছেন ? 
Ans : পবন ভার্মা

▣ 15. 'The Story of my Experiments with Truth' বইটি কার লেখা ? 
Ans : মহাত্মা গান্ধী 

▣ 16. 'Unhappy India' বইটি কে লিখেছেন ? 
Ans : লালা লাজপত রায় 

▣ 17. 'The Traveller' বইটি কার লেখা ? 
Ans : অলিভার গোল্ডস্মিথ
 
▣ 18. 'The Descent of Man' বইটি কে লিখেছেন ? 
Ans : চার্লস ডারউইন 

▣ 19. 'Development as freedom' বইটি কার লেখা ? 
Ans : অমর্ত্য সেন 

▣ 20. 'Golden Threshold' বইটি কে লিখেছেন ? 
Ans : সরোজিনী নাইডু