পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 138

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 138   

 

************************


☛ 1. মিনাবক্কম বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : তামিলনাড়ু 

☛ 2. রাজা সানসি বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : পাঞ্জাব 

☛ 3. ইন্দিরা গান্ধী বিমানবন্দর কোথায় অবস্থিত ? 
Ans : নতুন দিল্লী

☛ 4. মিকির উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ? 
Ans : অসম 

☛ 5. তাপিন উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ? 
Ans : অরুণাচল প্রদেশ 

☛ 6. কাদার উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ? 
Ans : কেরালা

☛ 7. ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় ? 
Ans : ব্যাঙ্গালুরু (কর্ণাটক)

☛ 8. ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? 
Ans : কার্নাল ( হরিয়ানা)

☛ 9. কেন্দ্রীয় ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? 
Ans : লখনৌ ( উত্তর প্রদেশ)

☛ 10. কেন্দ্রীয় পাট প্রযুক্তি গবেষণাগার কোথায় অবস্থিত ? 
Ans : কলকাতা

✪ 11. 14 তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড 2020 কোন সিনেমা শ্রেষ্ঠ সিনেমা হল ? 
Ans : প্যারাসাইট 

✪ 12. বুকার প্রাইজ 2020 কে পেয়েছেন ? 
Ans : ডগলাস স্ট্যুয়ার্ট

✪ 13. আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2020 কে পেয়েছে ? 
Ans : সাদাত রহমান
 
✪ 14. জে সি বি প্রাইজ ফর লিটারেচার 2020 কে পেয়েছেন ? 
Ans : এস হরিশ 

✪ 15. কোন সংস্থা গ্লোবাল ক্লাইমেট অ্যাকশান আওয়ার্ড পেলো ? 
Ans : গ্লোবাল হিমালয় এক্সপিডিশন

✪ 16. বর্তমানে কতগুলি জাতীয় জলপথ চালু রয়েছে ? 
Ans : 15 টি 

✪ 17. ইন্ডিয়ান পোর্ট এসোসিয়েশনের সদর দপ্তর কোথায় ? 
Ans : নতুন দিল্লী

✪ 18. শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় ? 
Ans : মুম্বাই 

✪ 19. প্রজেক্ট রেড পান্ডা কবে চালু হয় ? 
Ans : 1966 সালে 

✪ 20. প্রজেক্ট রাইনো কবে কার্যকর হয় ? 
Ans : 1987 সালে