পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 137
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 137
◆ 1. ই-মেল এর জনক কাকে বলে হয় ?
Ans : রে টমিলসনকে
◆ 2. WWW কে আবিষ্কার করেন ?
Ans : টিম বার্নার্স লী
◆ 3. হার্ড ডিস্ক আবিষ্কার করে কোন সংস্থা ?
Ans : IBM সংস্থা
◆ 4. কম্প্যাক্ট ডিস্কের স্টোরেজ সিস্টেম কেমন ধরনের ?
Ans : অপটিক্যাল
◆ 5. ভারতে কম্পিউটারের ব্যবহার কবে থেকে শুরু হয় ?
Ans : 1955 সাল থেকে
◆ 6. পেন্টিয়াম চিপের আবিষ্কারক কে ?
Ans : বিনোদ ধাম
◆ 7. হটমেল এর অবিস্কার কে করেন ?
Ans : সাবির ভাটিয়া
◆ 8. বিশ্বের প্রথম বৈদ্যুতিন কম্পিউটার হলো ?
Ans : এনিয়াক
◆ 9. ওয়েবসাইট তৈরি করতে ওয়েব পেজে কোন ভাষা ব্যবহার হয় ?
Ans : HTML
◆ 10. PARAM কি ?
Ans : ভারতে নির্মিত দেশীয় সুপার কম্পিউটার
❂ 11. রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল প্রাইজ পান ?
Ans : 1913 সালে
❂ 12. ভারতীয় বিজ্ঞানী সি ভি রমন পদার্থবিদ্যায় কবে নোবেল পান ?
Ans : 1930 সালে
❂ 13. ভারতীয় বংশোদ্ভূত হর গোবিন্দ খোরানা কবে নোবেল প্রাইজ পান ?
Ans : 1968 সালে
❂ 14. মাদার টেরেসা নোবেল শান্তি পুরস্কার কবে পান ?
Ans : 1979 সালে
❂ 15. ভারতীয় বংশোদ্ভূত সুব্রাহ্মনিয়াম চন্দ্রশেখর কবে নোবেল পান ?
Ans : 1983 সালে
❂ 16. অমর্ত্য সেন কবে নোবেল প্রাইজ পান ?
Ans : 1998 সালে
❂ 17. ভারতীয় বংশোদ্ভূত স্যার ভি এস নাইপাল কবে নোবেল পুরস্কার পান ?
Ans : 2001 সালে
❂ 18. ভারতীয় বংশোদ্ভূত ভেঙ্কটরমন রামকৃষ্ণ কবে নোবেল প্রাইজ পান ?
Ans : 2009 সালে
❂ 19. কৈলাস সত্যার্থী কবে নোবেল শান্তি পুরস্কার পান ?
Ans: 2014 সালে
❂ 20. ভারতীয় বংশোদ্ভূত অভিজিৎ ব্যানার্জি কবে নোবেল পান ?
Ans : 2019 সালে