পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 136

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 136    

 

************************


➦ 1. সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ans : সুকুমার রায় 

2. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ans : অক্ষয় কুমার দত্ত 

3. সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ans : প্রমথ চৌধুরী 

4. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ans : বিপিনচন্দ্র পাল 

5. ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ans : চিত্তরঞ্জন দাস 

6. ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ans : মতিলাল নেহেরু 

7. পরিদর্শক পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ans : কালীপ্রসন্ন সিংহ 

8. আনন্দমেলা পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ans : নীরেন্দ্রনাথ চক্রবর্তী 

9. দ্যা কমনওয়েলথ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ans : অ্যানি বেসান্ত 

➦10. বন্দেমাতরম (১৯০৬) পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ans : অরবিন্দ ঘোষ 

➤ 11. মনা এবং নিস্ক মুদ্রা কোন সময়ে প্রচল ছিল ? 
Ans : বৈদিক যুগ 

➤ 12.সুবর্ণ ও কার্শাপন মুদ্রা কোন সময়ে প্রচলন ছিল ? 
Ans : মৌর্য বংশ 

➤ 13. ভারতের প্রথম স্বর্ণমুদ্রা দীনার কোন সময়ে প্রচলিত হয় ? 
Ans : কুষাণ যুগ 

➤ 14. সুবর্ণ ও নিস্ক মুদ্রা কোন সময়ে প্রচলিত হয় ? 
Ans : গুপ্ত যুগ 

➤ 15. নারায়ণী মুদ্রা কোন সময়ে প্রচলন ছিল ? 
Ans : পালদের রাজত্বকালে 

➤ 16. কামু মুদ্রা কাদের আমলে প্রচলিত ছিল ? 
Ans : চোল রাজবংশ 

➤ 17. পুরান ও কর্পদকপুরান মুদ্রা কাদের আমলে প্রচলিত ছিল ? 
Ans : সেন বংশ 

➤ 18. রুপী ও দাম মুদ্রা কার আমলে প্রচলিত হয় ? 
Ans : শেরশাহ 

➤ 19. দোবানী ও জিত্তল মুদ্রা কার আমলে প্রচলিত হয় ? 
Ans : মহম্মদ বিন তুঘলক 

➤ 20. নিসার মুদ্রা কার আমলে প্রচলিত হয় ? 
Ans : জাহাঙ্গীর ( মুঘল )