পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 135

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 135     

 

************************


➤ 1. স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন ? 
Ans : জন মাথাই

➤ 2. স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন ? 
Ans : আর কে সম্মুখম চেট্টি

➤ 3. স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
Ans : সর্দার বল্লভভাই প্যাটেল

➤ 4. রোলিং প্লান কোন প্রধানমন্ত্রীর আমলে তৈরি হয় ? 
Ans : মোরারাজি দেশাই

➤ 5. কোন প্রধানমন্ত্রীর অধীনে ভারত-বাংলাদেশ জল চুক্তি স্বাক্ষরিত হয় ? 
Ans : এইচ ডি দেবগৌড়া

➤ 6. কোন প্রধানমন্ত্রীর আমলে স্বর্ণ চতুর্ভুজ সড়ক প্রকল্প রূপায়ন হয় ? 
Ans : অটলবিহারী বাজপেয়ী

➤ 7. সবচেয়ে বেশি দিন কোন রাজ্য রাষ্ট্রপতির শাসনের আওতায় ছিল ? 
Ans : পাঞ্জাব 

➤ 8. কোন রাজ্যে সবচেয়ে বেশি বার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে ? 
Ans : উত্তরপ্রদেশ 

➤ 9. প্রথম মহিলা অধ্যক্ষা কে ছিলেন ? 
Ans : শ্রীমতি মীরা কুমার 

➤ 10. প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ? 
Ans : কে সি নিয়োগী

✪ 11. অরুণাচল প্রদেশের রাজ্যের প্রাণী কি ? 
Ans : গায়াল (গরু)

✪ 12. মিজোরাম রাজ্যের প্রাণী কি ? 
Ans : গিবন

✪ 13. কুকি উপজাতি কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : মনিপুর 

✪ 14. মেঘালয় রাজ্যের উচ্চতম শৃঙ্গ কি ? 
Ans : শিলং পিক

✪ 15. সেক্রেনি উৎসব কোন রাজ্যে পালন করা হয় ? 
Ans : নাগাল্যান্ড 

✪ 16. ব্রহ্মপুত্রের উপনদী কুলসি কি কারণে বিখ্যাত ? 
Ans : ডলফিনের জন্য 

✪ 17. নীরমহল প্রাসাদ পর্যটন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : ত্রিপুরা 

✪ 18. ছানগু লেক কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : সিকিম 

✪ 19. পত্রাতু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : ঝাড়খণ্ড 

✪ 20. বিশ্বের বৃহত্তম পশুমেলা কোন রাজ্যে সম্পন্ন হয় ? 
Ans : বিহার