পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 134
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 134
■ 1. রঞ্জি ট্রফি 2020 কোন দল জিতেছে ?
Ans : সৌরাষ্ট্র
Ans : সৌরাষ্ট্র
■ 2. বিজয় হাজারে ট্রফি 2020 কোন দল জিতেছে ?
Ans : কর্ণাটক
■ 3. সি কে নাইডু ট্রফি 2020 জিতলো কোন দল ?
Ans : বিদর্ভ
■ 4. কোচবিহার ট্রফি 2020 (U-19) জিতলো কে ?
Ans : বরোদা
■ 5. আইপিএল 2020 ট্রফি জিতলো কোন দল ?
Ans : মুম্বাই ইন্ডিয়ান্স
■ 6. সুব্রত কাপ 2019 জিতলো কোন দল ?
Ans : মিজোরামের সাইদান সেকেন্ডারি স্কুল
■ 7. সন্তোষ ট্রফি 2020 জিতলো কোন দল ?
Ans : সার্ভিসেস
■ 8. আইএসএল 2020 জিতলো কোন দল ?
Ans : অ্যাটলেটিকো-দি-কলকাতা
■ 9. আই লীগ 2020 জিতলো কোন দল ?
Ans : মোহনবাগান এফসি
■ 10. ডুরান্ড কাপ 2019 জিতলো কোন দল ?
Ans : গোকুলাম কেরালা এফসি
❏ 11. বন্দেমাতরম যোজনা কবে সূচনা হয় ?
Ans : 2004 সালে
❏ 12. জননী সুরক্ষা যোজনা কবে কার্যকর হয় ?
Ans : 2005 সালে
❏ 13. মিড ডে মিল স্কিম কবে চালু হয় ?
Ans : 1995 সালে
❏ 14. কস্তুরবা গান্ধী শিক্ষা প্রকল্প কবে চালু হয় ?
Ans : 1997 সালে
❏ 15. শিশু-শ্রমিক দূরীকরণ প্রকল্প কবে কার্যকর হয় ?
Ans : 1994 সালে
❏ 16. মহিলা সমৃদ্ধি যোজনা কবে চালু হয় ?
Ans : 1993 সালে
❏ 17. জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প কবে চালু হয় ?
Ans : 1995 সালে
❏ 18. স্বয়ংসিদ্ধা প্রকল্প কবে চালু হয় ?
Ans : 2002 সালে
❏ 19. উজ্জ্বলা প্রকল্প কবে চালু হয় ?
Ans : 2007 সালে
❏ 20. ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগী যোজনা কবে চালু হয় ?
Ans : 2010 সালে