পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 133

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 133      

 

************************


★ 1. চার্লস উডের ডেস্প্যাচ কোন সালে গঠিত হয় ? 
Ans : 1854

★ 2. র‍্যালে কমিশন কোন সালে গঠিত হয় ? 
Ans : 1902 

★ 3. হার্ডগ কমিশন কোন সালে গঠিত হয় ? 
Ans : 1929

★ 4. হান্টার কমিশন (শিক্ষা) কোন সালে গঠিত হয় ? 
Ans : 1882 

★ 5. স্যাডলার কমিশন কোন সালে গঠিত হয় ? 
Ans : 1917

★ 6. সার্জেন্ট পরিকল্পনা কোন সালে গঠিত হয় ? 
Ans : 1944

★ 7. ক্যাম্ববেল কমিশন কোন সালে গঠিত হয় ? 
Ans : 1866

★ 8. চ্যাটফিল্ড কমিশন কোন সালে গঠিত হয় ? 
Ans : 1939

★ 9. বাটলার কমিশন কোন সালে গঠিত হয় ? 
Ans : 1927

★ 10. হান্টার কমিশন (জালিয়ানওয়ালাবাগ) কোন সালে গঠিত হয় ? 
Ans : 1919

❖ 11. শিবসুমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কর্ণাটক 

❖ 12. গন্ডক নদী পরিকল্পনা ভারত এবং কোন দেশের মিলিত প্রচেষ্টা ? 
Ans : নেপাল

❖ 13. কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? 
Ans : চম্বল

❖ 14. লাখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? 
Ans : গোমতী

❖ 15. Yang Yap গিরিপথ কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : অরুণাচল প্রদেশ 

❖ 16. আলাস্কা স্রোতের প্রকৃতি কি রূপ ? 
Ans : উষ্ণ 

❖ 17. ল্যাবরাডর স্রোতটি কোন মহাসাগরে দেখা যায় ? 
Ans : আটলান্টিক মহাসাগর (উত্তর)

❖ 18. মিরান্দা কোন গ্রহের উপগ্রহ ? 
Ans : ইউরেনাস

❖ 19. ইউরোপা কোন গ্রহের উপগ্রহ ? 
Ans : বৃহস্পতি

❖ 20. রিও পূর্গিল পর্বতশৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : হিমাচল প্রদেশ