পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 132
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 132
❂ 1. দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ?
Ans : প্রতিভা দেবী সিং প্যাটেল
Ans : প্রতিভা দেবী সিং প্যাটেল
❂ 2. দেশের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে ?
Ans : মীরা কুমার
❂ 3. দেশের প্রথম মহিলা রাজ্যপাল কে ?
Ans : সরোজিনী নাইডু
❂ 4. দেশের প্রথম মুসলিম মহিলা মুখ্যমন্ত্রী কে ?
Ans : সৈয়দ আনোয়ারা তৈমুর
❂ 5. দেশের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ?
Ans : ভি এস রমাদেবী
❂ 6. দেশের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ?
Ans : মমতা ব্যানার্জী
❂ 7. হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ?
Ans : লীলা শেঠ
❂ 8. ভারতরত্ন প্রাপ্ত প্রথম মহিলা কে ?
Ans : ইন্দিরা গান্ধী
❂ 9. দেশের প্রথম অনার্স গ্রাজুয়েট মহিলা কে ?
Ans : কামিনী রায়
❂ 10. প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ওয়ার্ল্ড হয়েছেন ?
Ans : রীতা ফারিয়া
➢ 11. মহাকাশে প্রথম কোন দেশ কৃত্তিম উপগ্রহ প্রেরণ করেছিল ?
Ans : রাশিয়া
➢ 12. প্রথম কোন দেশ ফুটবল ওয়ার্ল্ড কাপ জেতে ?
Ans : উরুগুয়ে
➢ 13. প্রথম কোন দেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতে ?
Ans : ওয়েস্ট ইন্ডিজ
➢ 14. পেপার কারেন্সি প্রথম প্রচলন করে কোন দেশ ?
Ans : চীন
➢ 15. প্রথম কোন দেশ সংবিধান তৈরি করে ?
Ans : আমেরিকা যুক্তরাষ্ট্র
➢ 16. পৃথিবীর বৃহত্তম বাঁধ গ্রান্ড কাউলি কোন দেশে অবস্থিত ?
Ans : আমেরিকা যুক্তরাষ্ট্র
➢ 17. বৃহত্তম কৃত্তিম হ্রদ ভল্টা কোন দেশে অবস্থিত ?
Ans : ঘানা
➢ 18. বৃহত্তম নোনতা জলের হৃদ কোনটি ?
Ans : ক্যাসপিয়ান সাগর
➢ 19. পৃথিবীর গভীরতম হৃদ বৈকাল কোথায় অবস্থিত ?
Ans : রাশিয়া
➢ 20. দীর্ঘতম রেওলয়ে প্লাটফর্ম 'গ্রান্ড সেন্ট্রাল টার্মিনাল' কোথায় অবস্থিত ?
Ans : নিউইয়র্ক