পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 131
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 131
➥ 1. ইউরোপিয়ান ইউনিয়ন (EU) এর সদর দপ্তর কোথায় ?
Ans : ব্রাসেলস
Ans : ব্রাসেলস
➥ 2. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ADB) সদর দপ্তর কোথায় ?
Ans : ম্যানিলা, ফিলিপিন্স
➥ 3. এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (AIIB) সদর ফফটর কোথায় ?
Ans : বেজিং, চীন
➥ 4. অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস (OPEC) এর সদর দপ্তর ?
Ans : ভিয়েনা, অস্ট্রিয়া
➥ 5. অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স (OIC) এর সদর দপ্তর কোথায় ?
Ans : জেডডা, সৌদি আরব
➥ 6. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় ?
Ans : লন্ডন, ইংল্যান্ড
➥ 7. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর সদর দপ্তর কোথায় ?
Ans : দুবাই
➥ 8. ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর সদর দপ্তর কোথায় ?
Ans : দ্য হেগ, নেদারল্যান্ড
➥ 9. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) সদর দপ্তর ?
Ans : ব্রাসেলস, বেলজিয়াম
➥ 10. ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় ?
Ans : ওয়াশিংটন, আমেরিকা যুক্তরাস্ট্র
▣ 11. ভোগাপুরোম বিমান মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
Ans : অন্ধ্রপ্রদেশ
▣ 12. ডাবোলিম এয়ারপোর্ট কোথায় অবস্থিত ?
Ans : গোয়া
▣ 13. মাদুরাই বিমান বন্দর কোথায় অবস্থিত ?
Ans : তামিলনাড়ু
▣ 14. তাপিন উপজাতি কোন রাজ্যে দেখা যায় ?
Ans : অরুণাচল প্রদেশ
▣ 15. লোথা উপজাতি কোন রাজ্যে দেখা যায় ?
Ans : নাগাল্যান্ড
▣ 16. হাই অলটিটিউড রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত ?
Ans: কাশ্মীরের গুলমার্গ
▣ 17. কেন্দ্রীয় অভ্যন্তরীণ মৎস্যচাষ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans : ব্যারাকপুর
▣ 18. কেন্দ্রীয় পাট প্রযুক্তি গবেষণাগার কোথায় অবস্থিত ?
Ans : কলকাতা
▣ 19. চিন্তামনি কর পক্ষী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত ?
Ans : দক্ষিণ 24 পরগনা
▣ 20. দামকা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
Ans : মিজোরাম