পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 130

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 130       

 

************************



☞ 1. মহাত্মা গান্ধী আওয়ার্ড দেয় কোন রাজ্য সরকার ? 
Ans : মধ্যপ্রদেশ 

☞ 2. তানসেন আওয়ার্ড দেয় কোন রাজ্য সরকার ? 
Ans : মধ্যপ্রদেশ

☞ 3. কালিদাস আওয়ার্ড দেয় কোন রাজ্য সরকার ? 
Ans : মধ্যপ্রদেশ

☞ 4. তুলসীদাস আওয়ার্ড দেয় কোন রাজ্য সরকার ? 
Ans : মধ্যপ্রদেশ

☞ 5. লতা মুঙ্গেশকর আওয়ার্ড দেয় কোন রাজ্য ? 
Ans : মধ্যপ্রদেশ 

☞ 6. সান্থালা নাট্য একাডেমি আওয়ার্ড দেয় কোন রাজ্য ? 
Ans : কর্ণাটক 

☞ 7. কোনারক সম্মান দেয় কোন রাজ্য সরকার ? 
Ans : ওড়িশা 

☞ 8. কলা রত্ন সম্মান প্রদান করে কোন রাজ্য ? 
Ans : অন্ধ্রপ্রদেশ 

☞ 9. মহারাজা রনজিৎ সিং আওয়ার্ড প্রদান করে কোন রাজ্য ? 
Ans : পাঞ্জাব 

☞ 10. যশদামিনি আওয়ার্ড প্রদান করে কোন রাজ্য সরকার ? 
Ans : গোয়া

■ 11. ভারতের উচ্চতম এয়ারপোর্ট কোথায় অবস্থিত ? 
Ans : লে, লাদাখ 

■ 12. ভারতের বৃহত্তম গুহা মন্দির ইলোরা কোথায় অবস্থিত ? 
Ans : মহারাষ্ট্রে 

■ 13. ভারতের সর্বোচ্চ বীরত্বের সম্মান কি ? 
Ans : পরম বীর চক্র

■ 14. ভারতের উচ্চতম গেটওয়ে কোনটি ? 
Ans : বুলন্দ দরজা 

■ 15. ভারতের বৃহত্তম চার্চ কোনটি ? 
Ans : গোয়ার সেন্ট ক্যাথাড্রেল

■ 16. ভারতের বৃহত্তম জেলা কোনটি ? 
Ans : গুজরাটের কচ্ছ 

■ 17. ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি ? 
Ans : মাজুলি, আসাম 

■ 18. ভারতে অবস্থিত মানুষের তৈরি বহত্তম হ্রদ কোনটি ? 
Ans : গোবিন্দ বল্লভ পান্ত সাগর 

■ 19. ভারতের উচ্চতম পতাকা উত্তোলনকারী পোস্ট ? 
Ans : আট্টারি বর্ডার, পাঞ্জাব 

■ 20. বৃহত্তম ওয়াই-ফাই পরিষেবা কোন রাজ্যে ? 
Ans : মহারাষ্ট্রে